বাংলা নিউজ > ময়দান > রাগে মেসেজ করেছিলাম, ঋদ্ধি স্ক্রিনশট বিকৃত করেছে-মানহানির মামলার পথে বোরিয়া

রাগে মেসেজ করেছিলাম, ঋদ্ধি স্ক্রিনশট বিকৃত করেছে-মানহানির মামলার পথে বোরিয়া

ভারতীয় দলের প্র্যাকটিস জার্সিতে ঋদ্ধিমান সাহা। ছবি- এএনআই। (ANI)

১৯ ফেব্রুয়ারি ঋদ্ধিমান সাহা সেই বিতর্কিত মেসেজগুলি সর্বসমক্ষে আনেন।

ভারতীয় দল থেকে বাদ পড়ার পড়েই ঋদ্ধিমান সাহা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে এক সাংবাদিক তিনি সাক্ষাৎকার না দেওয়ায় হুমকি দিয়ে ঋদ্ধিকে বেশ কিছু মেসেজ করেন। ঋদ্ধি সেই সাংবাদিকের নাম না জানালেও অবশেষে তিনি নিজেই সামনে এলেন।

বেশ কয়েকদিন ধরেই এই সাংবাদিকের করা মেসেজ নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেটমহল। তার জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে, যার সামনে আজই উপস্থিত হয়েছিলেন ঋদ্ধি। ঘটনাক্রমে, একইদিনে সেই সাংবাদিক নিজে থেকে সামনে এলেন। জানিয়ে দিলেন তার ম্যাসেজেরই স্ক্রিনশট আপলোড করেছেন ঋদ্ধি। তিনি আর কেউ নন, প্রখ্যাত বোরিয়া মজুমদার। অনেকেই আগে থেকে বোরিয়াই ওই বিতর্কিত ম্যাসেজ পাঠিয়েছিলেন বলে সন্দেহ করছিলেন, সেই সন্দেহই সত্যি হল।

নিজের সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে নিজেই সেই মেসেজ পাঠানোর কথা স্বীকার করেন বোরিয়া। তবে ঋদ্ধিমানের বিরুদ্ধে তাঁর মেসেজের দিনক্ষণ বদলে তাঁর বিরুদ্ধে অযাচিত আরোপ লাগানোর পাল্টা অভিযোগ জানান বোরিয়া। তিনি সাফ জানিয়ে দেন তিনি ঋদ্ধিমানকে ১৩ ফেব্রুয়ারি ম্যাসেজ করেছিলেন, যেটা ঋদ্ধি তাঁর ছয়দিন পর ভারতীয় দল থেকে বাদ পড়ার পর আপলোড করেন।

এমনকী মেসেজে ঋদ্ধিকে তিনি কল করার কথা সম্পূর্ণ অস্বীকার করে জানান, ১৩ ফেব্রুয়ারির পরে তিনি ঋদ্ধির সঙ্গে আর কোনোরকম যোগাযোগ করার চেষ্টাও করেননি এবং ঋদ্ধি স্রেফ সহানুভূতি কুড়ানোর জন্যই এই মেসেজ এতদিন পরে আপলোড করেন। ১৩ ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পিত দিনক্ষণ অনুযায়ী ঋদ্ধি তাঁকে সাক্ষাৎকার দেওয়া তো দূর, তার ফোন পর্যন্ত ধরেননি। সেইজন্যেই তিনি রেগে গিয়েছিলেন।

আর রেগে গিয়েই তিনি ঋদ্ধির আপলোড করা শেষ মেসেজটা তিনি করেছিলেন বলে স্বীকার করেন বোরিয়া। এরপরেই ঋদ্ধির বিরুদ্ধে তাঁর দীর্ঘ সাংবাদিক কেরিয়ারকে কালিমালিপ্ত করার জন্য মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন বোরিয়া। এই বিষয়ে তাঁর উকিলরা সম্স্ত কথা বলবেন এবং পাশপাশি বিসিসিআইকে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করার অনুরোধ করেছেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন