শুভব্রত মুখার্জি: ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএলের প্রথম আসর। সেই আসরেই রাজস্থান রয়্যালস দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন সদ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করা বিশ্বকাপজয়ী কিংবদন্তি অজি ক্রিকেটার শেন ওয়ার্ন। তার অধিনায়কত্বে সেবার একঝাঁক তরুণ প্রতিভাবান ক্রিকেটার সম্বলিত রাজস্থান রয়্যালস প্রথমবারেই ফাইনালে সিএসকে দলকে হারিয়ে শিরোপা জিতেছিল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইউসুফ পাঠান, মহম্মদ কাইফরা। শেন ওয়ার্নের স্মৃতিচারণা করতে গিয়ে ২০০৮ সালের এক ঘটনা সামনে তুলে এনেছেন কাইফ। অধিনায়ক ওয়ার্নের 'মাস্টারক্লাস'কে জনসমক্ষে তুলে ধরেছেন তিনি।
২০০৮ সালে ডেকান চার্জার্স দলের বিরুদ্ধে ম্যাচে ওপেনার অ্যাডাম গিলক্রিস্টের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস দলের হয়ে বোলিং ওপেন করেছিলেন ইউসুফ পাঠান। কাইফ তখন ওয়ার্নকে প্রশ্ন করেছিলেন 'বস ইউসুফ পাঠান কী করে বোলিং করছে? ওয়ার্ন, গিলক্রিস্টকে খুব ভাল করে চিনত। ওয়ার্ন জানত গিলক্রিস্ট পেস বোলিং খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। অফ স্পিনের বিরুদ্ধে খেলতে অ্যাডাম অসুবিধায় পড়তে পারে এটা ওয়ার্ন জানত। আর সেই ম্যাচে অ্যাডাম গিলক্রিস্টকে আউট করেছিল ইউসুফ পাঠান।'
অধিনায়ক ওয়ার্ন প্রসঙ্গে বলতে গিয়ে কাইফ বলেন 'ও দারুণ চালাক, অসম্ভব রকমের চতুর, খুব আক্রমনাত্মক, সবসময়তে কথা বলতে ভালবাসে। আমরা একটা বলের জন্যও রিল্যাক্স থাকতাম না। টি-২০ নিয়ে বিশদে আলোচনা করতেন। সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করত ও। সবসময় নিজে বল করার সময়তে সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করত।'