FIH হকি প্রো লিগে মঙ্গলবার হতাশ করল ভারতের পুরুষ এবং মহিলা দল। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ৪-১ গোলে পরাজিত হয় ছেলেরা। অন্যদিকে স্পেনের কাছে ৪-৩ গোলে হারে মেয়েরা। মঙ্গলবার ভুবনেশ্বরে দুটি ম্যাচ আয়োজিত হয়েছিল। পুরুষদের ম্যাচে জার্মানির হয়ে গোল করেন ফ্লোরিয়ান স্পারলিং (৭'), থিয়েস প্রিঞ্জ (১৪'), মিশেল স্ট্রুথফ (৪৮') এবং রাফেল হার্টকফ (৫৫')। অন্যদিকে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজন্ত সিং (১৩')।
মেয়েদের খেলায় ভারতের হয়ে গোল করেছিলেনবলজিৎ কৌর (১৯'), সাক্ষী রানা (৩৮'), এবং রুতাজা দাদাসো পিসাল (৪৫') । স্পেনের হয়ে গোল করেন এস্টেল পেটচাম (২৫', ২৯'), সোফিয়া রোগোস্কি (২১'), এবং ক্যাপ্টেন লুসিয়া জিমেনেজ (৫২')।
ছেলেদের খেলায় যদিও শুরুর কোয়ার্টারের প্রথম পাঁচ মিনিটে ভারতকে বেশ ভালো দেখাচ্ছিল, মনে হচ্ছিল খেলা তারা নিজেদের দখলে রাখবে। তবে গতির বিপরীতে গিয়ে ৭ মিনিটে একটি ফিল্ড গোল করে এগিয়ে যায় জার্মান। গোলটি করেন ফ্লোরিয়ান স্পারলিং, কিন্তু তাঁকে দুর্দান্ত অ্যাসিস্ট করে এরিক ক্লেইনলিন।
যদিও পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেয়নি ভারত। রাজিন্দর সিং এবং মিডফিল্ড মেস্ট্রো সর্দার সিং নিজেদের মধ্যে দুরন্ত বোঝাপড়ার পরিচয় দেন। ১৩ মিনিটে ক্রস পাসের মাধ্যমে গুরজন্ত সিংয়ের জন্য সুযোগ তৈরি করে দেন। সেখান থেকে কোনও ভুল না করে বল জালে জড়িয়ে দেন গুরজন্ত। উত্তেজনাপূর্ণ প্রথম কোয়ার্টারে আরও কেটি গোল করে ২-১ ব্যবধানে লিড নিয়ে নেয় জার্মান। থিয়েস প্রিঞ্জ একটি নাটকীয় গোল করেছিলেন। মনপ্রীত সিং যখন ডিফেন্স করার চেষ্টা করছিলেন সেই সময় তাঁর পিঠে আঘাত করেছিলেন।
দ্বিতীয় কোয়ার্টারে ভারত আক্রমণাত্মক আক্রমণ দেখায়, ফরোয়ার্ড লাইনের তরুণ খেলোয়াড়রা জার্মানের রক্ষণ ভাগের বিরুদ্ধে অসাধারণ লড়াই দেয়। শুরুতে ভারত ফের সমতা ফেরানোর কাছাকছি চলে এসেছিল। নীলকান্ত শর্মা সার্কেলের ভিতরে অভিষেককে একটি দুর্দান্ত পাস দেন, কিন্তু তিনি পাসটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হননি। ২০ মিনিটে আরেকটি বড় সুযোগ ছিল যখন গুরজন্ত রাজিন্দরের কাছ থেকে একটি পাস ডিফল্ট করার চেষ্টা করেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হন।
এদিকে, দ্বিতীয় কোয়ার্টারে কৃষাণ পাঠকের জায়গায় নামা সুরজ কারকেরা ২৮ মিনিটে একটি দুর্দান্ত সেভ করেছিলেন। পরের মিনিটে, দিলপ্রীত গোল লক্ষ্য করে একটি শট নিয়েছিলেন, কিন্তু সফল হননি। ম্যাচটি তৃতীয় কোয়ার্টারেও বেশ তুল্ল্যমূল্য ছিল। ভারত ৩৮ মিনিটে আরও একটি গোল করার সুযোগ পেয়েছিল তবে সেটাও মিস হয়। ফলে তৃতীয় কোয়ার্টার গোলশূন্য ছিল। তবে এরপর আর সুযোগ দেয়নি জার্মান। আক্রমন করতে থাকে তারা ফলস্বরূপ ৪৮ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। এরপর ৫৫ মিনিটে চতুর্থ গোলটি করে ভারতের কফিনে শেষ পেরেকটি পোঁতেন রাফেল হার্টকফ।
মেয়েদের ম্যাচে শুরুতে দাপট দেখালেও পেনাল্টি কর্নার থেকে সুযোগ উঠাতে না পারায় পরাজিত হতে হয় তাদের। প্রতিটি কোয়ার্টারেই আক্রমণ-প্রতিআক্রমণ চলে। তবে শেষমেশ বাজিমাত করে স্পেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।