বলটা অফস্টাম্প লাইনের মাইলখানেক বাইরে পড়েছিল। সেখান থেকে এতটাই সুইং করল যে বল স্টাম্পে আছড়ে পড়ল। সেই বল দেখে হতবাক হয়ে গেলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভাইরালও হয়ে গেল সেই ভিডিয়ো।
ইংল্যান্ডের ‘টু কাউন্টিস ক্রিকেট চ্যাম্পিয়নশিপে’ ডিভিশন ওয়ান ম্যাচে মুখোমুখি হয়েছিল মিলডেনহল এবং হ্যাডলে ক্রিকেট ক্লাব। সেই ম্যাচের ১১.১ তম ওভারে জস হ্যান্ডির বল অফস্টাম্পের অনেকটা বাইরে পড়ে। বলটা বাইরে যাবে বলে ছেড়ে দেন ব্যাটার কুদজাই মাউনজে। কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে ওই বলটা তাঁর অফস্টাম্প ছিটকে দেবে। বলটা স্টাম্পে আছড়ে পড়ার পর কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন কুদজাই। তারপর হেঁটে চলে যান। অন্যদিকে, উচ্ছ্বাসে ফেটে পড়েন হ্যান্ডি এবং মিলডেনহলের খেলোয়াড়রা।
তবে সেই দুর্ধর্ষ বল সত্ত্বেও ম্যাচ জিততে পারেননি মিলডেনহল। ৫০ ওভারের ম্যাচে হ্যান্ডির দল মিলডেনহলকে ৭৮ রানে হারিয়ে দেয় হ্যাডলে ক্রিকেট ক্লাব। তবে সেইসব ছাপিয়ে সেই সুইং বলের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের তো কেউ কেউ জেমস অ্যান্ডারসনকে ট্যাগ করে বলেন, ‘আপনি কি এই বলটা টেস্টে করতে পারবেন?’ অনেকে সেই ভিডিয়ো শেয়ার করেন। মোটামুটি সবারই একটাই প্রতিক্রিয়া ছিল, ‘এটা কীভাবে অসম্ভব?’ অপর একজন বলেন, ‘আমি সারাদিন যতটা ঘুরেছি, তার থেকে বেশি ঘুরেছে এই বল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।