শুভব্রত মুখার্জি: শেষ কয়েক বছরে ভারতীয় বোলিং লাইন আপের দায়িত্ব কার্যত একার হাতে সামলেছেন জসপ্রীত বুমরাহ। টেস্ট, ওয়ানডে বা টি-২০ ফর্ম্যাট যে কোন ফর্ম্যাটেই ভারতকে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দিয়েছেন। জসপ্রীত বুমরাহ ভারতীয় বোলিং লাইন আপে থাকলে তার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই অন্যান্য দল এবং তাদের ব্যাটারদের একধরনের পরিকল্পনা থাকে। পিঠের চোটের কারণে টি-২০ বিশ্বকাপে নেই তিনি। আর সেই কারণেই বুমরাহহীন ভারতীয় বোলিং অ্যাটাকের বিরুদ্ধে পরিকল্পনা বদলাবে প্রতিপক্ষ দল বলে মনে করছেন সঞ্জয় বাঙ্গার।
স্টার স্পোর্টসের 'ক্রিকেট লাইভ' নামক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তার মতে 'কিছুটা উদ্বেগের, কিছুটা চিন্তার কারণ তো থাকেই (বুমরাহর না থাকা)। জসপ্রীত বুমরাহ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (মোহালিতে) প্রথম ম্যাচে খেলেনি। দ্বিতীয় ম্যাচে (নাগপুরে) এবং তৃতীয় ম্যাচে (হায়দরাবাদে) খেলেন। তারপর হঠাৎ করেই ওকে বিশ্রাম দেওয়া হয় (পিঠের ব্যথার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিরুবনন্তপুরমে খেলেননি)। ফলে বিষয়টা নিয়ে আপনি এটা ভাবতে শুরু করবেনই যে বিষয়টা কি এতটাই সিরিয়াস! কারণও বেশকিছু সময় বিশ্রামে ছিল। দীর্ঘ সময় রিহ্যাব করেছে। ও এমন একজন যার উপর দায়িত্ব ছিল বোলিং লাইন আপকে শক্তিশালী করার।'
তিনি আরও বলেন 'বিষয়টা খুব জোরালো আঘাত (বুমরাহর ছিটকে যাওয়াটা)। কারণ বুমরাহহীন ভারতীয় বোলিং অ্যাটাক মানে এটা দাঁড়ায় যে এক একটা দল ভারতের বিরুদ্ধে তাদের ব্যাটিং পরিকল্পনা নিয়ে আলাদাভাবে ভাববে। নতুন পরিকল্পনা করে এগোবে। সেই কারণেই ভারতের কাছে এটা একটা বড় ধাক্কা। তবে খেলার ক্ষেত্রে একজনের ক্ষতি অন্য ক্রীড়াবিদের কাছে আবার লাভজনক। হয় দীপক চাহার, নয় শামি অথবা আর্শদীপ সিং যাবে বিশ্বকাপে। তাদের সামনেও বড় সুযোগ থাকছে অস্ট্রেলিয়াতে হতে চলা বিশ্বকাপে নিজেদের ছাপ রাখার।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।