ঘরোয়া হিংসার মামলা রুজু হল প্রাক্তন ভারতীয় কবাডি খেলোয়াড় দীপক হুডার বিরুদ্ধে। গার্হস্থ্য হিংসার মামলা রুজু করলেন তাঁর স্ত্রী সুইটি বুরা। দাম্পত্যে অশান্তি দীর্ঘদিন ধরেই ছিল, কিন্তু মাত্রাতিরিক্ত হতেই এবার সরাসরি বধূ নির্যাতনের অভিযোগে বিদ্ধ প্রাক্তন এই কবাডি খেলোয়াড়। তাঁর স্ত্রী সুইটিও যে অভিযোগ করেছেন সেখানে ডোমেস্টিক ভাওলেন্স ছাড়াও রয়েছে যৌতুকের জন্য চাপ দেওয়া এবং অর্থনৈতিক চাহিদা সংক্রান্ত মামলা। অর্থাৎ এক নয়, একাধিক অভিযোগে বিদ্ধ দীপক হুডা। এমন কি সুইটির দাবি, তাঁকে তার স্বামী স্রেফ মানসিক নির্যাতনই নয়, শারীরিরক নির্যাতনও করেছেন।
গার্হস্থ্য হিংসার মামলা রুজু
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্সার সুটটির দাবি তাঁর থেকে তাঁর স্বামী দীপক ১ কোটি টাকা এবং একটি এসইউভি গাড়ি দাবি করেছেন যৌতুক হিসেবে। সেটা না দেওয়ায় নাকি তাঁকে মারধরও করেছেন স্বামী দীপক, এমনই অভিযোগ থানায় জানিয়েছেন সুইটি। যদিও পাল্টা দীপক দাবি করেছে, সুইটি এবং তাঁর পরিবার নাকি তাঁকে হুমকি দিয়েছে এবং তাঁর বাড়ি দখলের চেষ্টা করেছে।
পুলিশের নোটিস দীপককে
প্রসঙ্গত এই দম্পতির দুজনেই অর্জুন পুরস্কার প্রাপক। হরিয়ানার রোহতক এবং হিসার থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা। হিসারের এসপি শশাঙ্ক কুমার সাওয়ান জানিয়েছেন, ইতিমধ্যেই পুলিশের তরফে বিবাহ সম্পর্ক জটিলতাজনিত একটি নোটিস পাঠানো হয়েছে দীপককে, যদিও তাতে তিনি কোনও উত্তর দেননি।
২০২২ সালে বিয়ে হয় সুইটি-দীপকের
২০২২ সালের ৭ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। এরপর সম্পর্কে অবনতি হওয়ায় তাঁরা আলাদা হয়ে যান। ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে সুইটি জেতেন সোনা, এরপর জানুয়ারি ২০২৫এ তিনি অর্জুন পুরস্কার পান। অন্যদিকে দীপক হুডি ২০২০ সালেই অর্জুন পুরস্কার পেয়েছিলেন। এরপর বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে ২০২৪ সালে হেরে যান।
রাহুল গান্ধীর হয়েও হেঁটেছেন
অতীতে তাঁরা দুজন আবার রাহুল গান্ধীর ভারত জোরো যাত্রাতেও সামিল হয়েছিলেন। দুজনের প্রথম দেখা হয়েছিল একটি ম্যারাথন প্রতিযোগিতায় চিফ গেস্ট হিসেবে। এরপর একে অপরের প্রেমে পরে ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। ২০১৬ সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন রোহতকের ছেলে দীপক হুডা।
নিউক্যাসেলকে উড়িয়ে EPL শীর্ষে রইল লিভারপুল! হটস্পার্স বধ সিটির, জিতল ম্যান ইউ! আটকে গেল আর্সেনাল
দুজনেই পেয়েছেন অর্জুন পুরস্কার
দুজনেই নিজেদের কেরিয়ারে একাধিক সাফল্যের পাশাপাশি কেন্দ্রের তরফেও সম্মান পেয়েছেন। কিন্তু আজ তাঁরা নিজেদের সাংসারিক ঝামেলার কারণে বিতর্কে জড়িয়েছেন। জানা গেছে, ইতিমধ্যেই আদালতে মামলা রুজু হয়েছে। ফলে আগামী দিনে আদালতের রায় কার দিকে যায়, সেদিকে নজর থাকবে ক্রীড়ামহলের। প্রসঙ্গত হিসারের কোনও আসন থেকে সুইটিও ভোটে দাঁড়াতে চান ভবিষ্যৎে,সূত্রের খবর এমনটাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।