ভারতীয় বক্সার দীপক ভোরিয়া এবং মহম্মদ হুসামুদ্দিনকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেই খুশি থাকতে হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫১ কেজি বিভাগে রিং-এ নেমেছিলেন ভারতীয় বক্সার দীপক ভোরিয়া। তাঁর প্রতিপক্ষ ছিলেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী ফ্রান্সের বিলাল বেনামা। সেমিফাইনালে বিলাল বেনামার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পরে দীপক ভোরিয়া ৩-৪ ব্যবধানে হেরে যান। অন্যদিকে, হাঁটুর ইনজুরির কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনাল রিংয়ে নামতেই পারেননি মহম্মদ হুসামুদ্দিন। বুলগেরিয়ার জে ডিয়াজ ইবানেজের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে চোট পেয়েছিলেন ২৯ বছর বয়সি হুসামুদ্দিন।
আরও পড়ুন… টি২০-র ইতিহাসে নবম উইকেটে রশিদ-জোসেফকে টেক্কা দিয়েছে মাত্র একটি জুটি
ভারতের বক্সিং ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, চোটের কারণে প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়েছেন মহম্মদ হুসামুদ্দিন। ভারতের এই বক্সার তাঁর আগের লড়াইয়ের সময় নিজের হাঁটুতে আঘাত পেয়েছিলেন। এর ফলে হুসামুদ্দিনের হাঁটুতে ব্যথা এবং ফোলাভাব ছিল। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে হুসামুদ্দিন সেমিফাইনালে খেলবে না। তাঁর চোট আরও বাড়তে পারে বলে টিম ম্যানেজমেন্ট আশঙ্কা করে ছিল। মহম্মদ হুসামুদ্দিন প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলছিলেন। সেমিফাইনালে তাঁকে খেলতে হত কিউবার সাদাল হোর্তার বিরুদ্ধে। ভারতের অন্য বক্সার নিশান্ত দেব (৭১ কেজি) সেমিফাইনালে নেমেছিলেন। কাজাখস্তানের এশিয়ান চ্যাম্পিয়ন আসলানবেক শিমবারগেনভের বিরুদ্ধে তাঁকে রিংয়ে নামতে হয়েছিল। নিশান্ত এই ম্যাচটি ২-৫ হেরে যান।
ভারতের এই তিন বক্সারই সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন আগেই। পদক সংখ্যার নিরিখে এটাই ভারতের সেরা পারফরম্যান্স। ভারতীয় বক্সারদের জন্য সুখবর হল অলিম্পিক্স বিভাগে তিনটি পদকই নিশ্চিত হয়েছে। এশিয়ান গেমস সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে, যা হবে অলিম্পিকসের বাছাইপর্বের টুর্নামেন্ট। তবে নিশান্ত, দীপক ভোরিয়া এবং মহম্মদ হুসামুদ্দিনকে ভারতীয় ক্রীড়া জগৎ শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই তিন ভারতীয় বক্সারকে শুভেচ্ছা জানিয়েছেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।