পেন্টাথলন ইভেন্ট থেকে ইকুয়েস্ট্রিয়ান জাম্পিং এই ইভেন্ট নিয়ে এমনিতেই অ্যাথলিটদের উষ্মা বাড়ছিল। তা অনুভব করেই এই ইভেন্ট বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আইওসি। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বক্সিং, কুস্তিও। তবে আইওসি-র এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করবে ভারতীয় অলিম্পিক সংস্থা। বেশ কিছু দেশ আছে, যারা বক্সিং ও কুস্তিতে দীর্ঘদিন তাদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে আসছে। ভারতের সাম্প্রতিক অলিম্পিক্স ইতিহাস যদি দেখা হয়, তা হলে দেখা যাবে বক্সিং ও কুস্তি থেকে বেশ কিছু পদক এসেছে। এই দুটো খেলা যদি না থাকে ভারতের পদক সংখ্যায় প্রভাব পড়তে পারে। তাই এই দুটো খেলাকে বাতিলের প্রক্রিয়ায় তীব্র বিরোধীতা করবে ভারতীয় অলিম্পিক্স সংস্থা।
আইওসি-র যুক্তি বক্সিং, কুস্তি, পেন্টাথলনের মতো খেলাগুলো থেকে নিয়মিত বিতর্ক, দুর্নীতি আর ডোপিংয়ের অভিযোগ জমা পড়ছে। সেই কারণেই তারা ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে হয়তো এই ইভেন্ট গুলোকে জায়গা নাও দিতে পারে। তবে এখনই বাদ দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দেননি তারা। আগামী দিনে এই স্পোর্টগুলো থেকে বিতর্ক দূরে সরাতে না পারলে এই সিদ্ধান্তে সবুজ সংকেত দেবেন তারা। বক্সিং, কুস্তির প্রশাসকদের এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ।
ইতিমধ্যেই পেন্টাথলন ইভেন্ট থেকে ইকুয়েস্ট্রিয়ান জাম্পিং বাদ দিতে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেস গেমসের জন্য নানা ইভেন্টের যে প্রাথমিক তালিকা তৈরি হয়েছে, তার বাইরে রাখা হয়েছে এই তিনটে খেলা। আগামী ফ্রেব্রুয়ারিতে আইওসির সদস্যরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বেসবল, সফটবলের মতো খেলাও ঢুকতে পারে, আমেরিকার জনপ্রিয় খেলা হিসেবে। প্রশ্ন। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের প্রাথমিক তালিকাভুক্ত রয়েছে ফুটবল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।