বাংলা নিউজ > ময়দান > BPL 2022: বিপর্যয়ের দিনে পরিত্রাতা শাকিব, ১৯ রানে শেষ ৭ উইকেট হারিয়েও ম্যাচ জিতল বরিশাল

BPL 2022: বিপর্যয়ের দিনে পরিত্রাতা শাকিব, ১৯ রানে শেষ ৭ উইকেট হারিয়েও ম্যাচ জিতল বরিশাল

বরিশালকে জেতালেন শাকিব। ছবি- টুইটার (@ctgchallengers)।

চেনা ছন্দে ধরা না দিলেও দলের জয়ে কার্যকরী অবদান রাখেন ক্রিস গেইল।

বিপর্যয়ের দিনে দলকে উদ্ধার করলেন শাকিব আল হাসান। প্রথমে ব্যাট হাতে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার। পরে বল হাতে তুলে নেন তিনটি উইকেট। মূলত শাকিবের এমন অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করেই বাংলাদেশ প্রিমিয়র লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারাল ফর্চুন বরিশাল।

চট্টগ্রামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বরিশাল। তারা একসময় ৩ উইকেটে ১৩০ রান তুলে ফেলে। সেখান থেকে ১৯.১ ওভারে বরিশাল অল-আউট হয়ে যায় ১৪৯ রানে। সুতরাং, মাত্র ১৯ রানের মধ্যে শেষ ৭টি উইকেট হারায় তারা। শাকিব ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫০ রান করে আউট হন।

ক্রিস গেইল ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রান করে উইকেট দেন। ২৮ রান করেন নাজমুল। ডোয়েন ব্র্যাভো মাত্র ৪ রান করে আউট হন। বল হাতে দুরন্ত লড়াই উপহার দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি ২ ওভারে মাত্র ১২ রান খরচ করে ৪টি উইকেট নেন। শাকিব ছাড়াও তিনি ফিরিয়ে দেন নুরুল, ইরফান ও মুজিবকে। ১৯তম ওভারের প্রথম চারটি বলে মৃত্যুঞ্জয় ৩টি উইকেট দখল করেন। যদিও হ্যাটট্রিক করতে পারেননি তিনি।

জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৯.৪ ওভারে ১৩৫ রানে অল-আউট হয়ে যায়। ১৪ রানে ম্যাচ জেতে বরিশাল। ৩৯ রান করেন আফিফ। ২৯ রান করেন শামিম।

শাকিব ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। মুজিব উর রহমান ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন ব্র্যাভো ও মেহেদি হাসান রানা। গেইল ৩ ওভারে ২৫ রান খরচ করেন। যদিও কোনও উইকেট নিতে পারেননি তিনি। ম্যাচের সেরা হয়েছেন শাকিব।

বন্ধ করুন