বিপর্যয়ের দিনে দলকে উদ্ধার করলেন শাকিব আল হাসান। প্রথমে ব্যাট হাতে অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার। পরে বল হাতে তুলে নেন তিনটি উইকেট। মূলত শাকিবের এমন অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করেই বাংলাদেশ প্রিমিয়র লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারাল ফর্চুন বরিশাল।
চট্টগ্রামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বরিশাল। তারা একসময় ৩ উইকেটে ১৩০ রান তুলে ফেলে। সেখান থেকে ১৯.১ ওভারে বরিশাল অল-আউট হয়ে যায় ১৪৯ রানে। সুতরাং, মাত্র ১৯ রানের মধ্যে শেষ ৭টি উইকেট হারায় তারা। শাকিব ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৫০ রান করে আউট হন।
ক্রিস গেইল ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রান করে উইকেট দেন। ২৮ রান করেন নাজমুল। ডোয়েন ব্র্যাভো মাত্র ৪ রান করে আউট হন। বল হাতে দুরন্ত লড়াই উপহার দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি ২ ওভারে মাত্র ১২ রান খরচ করে ৪টি উইকেট নেন। শাকিব ছাড়াও তিনি ফিরিয়ে দেন নুরুল, ইরফান ও মুজিবকে। ১৯তম ওভারের প্রথম চারটি বলে মৃত্যুঞ্জয় ৩টি উইকেট দখল করেন। যদিও হ্যাটট্রিক করতে পারেননি তিনি।
জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৯.৪ ওভারে ১৩৫ রানে অল-আউট হয়ে যায়। ১৪ রানে ম্যাচ জেতে বরিশাল। ৩৯ রান করেন আফিফ। ২৯ রান করেন শামিম।
শাকিব ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। মুজিব উর রহমান ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন ব্র্যাভো ও মেহেদি হাসান রানা। গেইল ৩ ওভারে ২৫ রান খরচ করেন। যদিও কোনও উইকেট নিতে পারেননি তিনি। ম্যাচের সেরা হয়েছেন শাকিব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।