প্রথমে শুভাগত হোম এবং মাহমুদুল্লাহ। শেষে আন্দ্রে রাসেল। তাঁদের সৌজন্যেই টপ এবং মিডল অর্ডারের ধস সামলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৫ বল বাকি থাকতে ফরচুন বরিশালকে চার উইকেটে হারিয়ে দিল মিনিস্টার গ্রুপ ঢাকা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ।
সোমবার মীরপুরে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। শুরুটা তেমন খারাপ না করলেও ন'বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরিশাল। ৩.৪ ওভারে যেখানে বরিশালের স্কোর বিনা উইকেটে ২১ ছিল, তা ৫.২ ওভারে দাঁড়ায় তিন উইকেটে ২৩ রান। সেখান বরিশাল ইনিংসে হাল ধরেন ক্রিস গেইল এবং শাকিব আল হাসান। দু'জনে চতুর্থ উইকেটে ৩৭ রান যোগ করেন। কিন্তু ব্যক্তিগত ২৩ রানের মাথায় শাকিব আউট হতে আবারও বিপাকে পড়ে যায় বরিশাল। শেষপর্যন্ত ৩০ বলে গেইলের ৩৬ রান এবং ২৬ বলে ডোয়েন ব্র্যাভোর অপরাজিত ৩৩ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৯ রান তোলে বরিশাল।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। স্কোরবোর্ড কোনও রান যোগ হওয়ার আগেই আউট হয়ে যান তামিম ইকবাল। রীতিমতো ধস নামে ঢাকার ইনিংসে। ২.৫ ওভারে ঢাকার স্কোর দাঁড়ায় চার উইকেটে ১০ রান। সেখান থেকে ঢাকাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভাগত এবং মাহমুদুল্লাহ। দলের ৭৯ রানের মাথায় শুভাগত আউট হয়ে গেলেও ঢাকাকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান অধিনায়ক। জয়ের জন্য এক রান বাকি থাকার সময় আউট হয়ে যান তিনি। যে রানটা তুলে দেন ইসুরু উদানা। তার ফলে তিন ম্যাচে প্রথম জয় পেয়েছে ঢাকা।
যদিও ঢাকা যে ১৫ বল বাকি থাকতেই জিতেছে, তার কৃতিত্ব প্রাপ্য রাসেলের। ঢাকার উপর উপর যে চাপ তৈরি হয়েছিল, তা পুরোপুরি কাটিয়ে দেন ক্যারিবিয়ান তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। ১৫ বলে অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।