আল্লু অর্জুনে মেতে বাংলাদেশ প্রিমিয়র লিগ। রেশ পড়ল বিদেশি তারকাদের উপরেও। চলতি বাংলাদেশ প্রিমিয়ির লিগে ফের দেখা গেল পুষ্পা সেলিব্রেশন। এবার পুষ্পার ভূমিকায় ডোয়েন ব্র্যাভো।
কুমিল্লার বিরুদ্ধে সিলেট সানরাইজার্সের হয়ে মাঠে নেমে পুষ্পা সেলিব্রেশনের ঝলক দেখিয়েছিলেন নাজমুল ইসলাম। ম্যাচে প্রতিবার উইকেট নেওয়ার পর পুষ্পা সেলিব্রেশনে মাতেন তিনি। বলাবাহুল্য নাজমুলের নাচ রীতিমতো ভাইরাল হয়। এবার ডোয়েন ব্র্যাভোকে দেখা গেল উইকেট নেওয়ার পর একইভাবে সেলিব্রেট করতে।
মীরপুরে বরিশালের সঙ্গে ম্যাচ ছিল কুমিল্লার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কুমিল্লা। প্রথম ইনিংসের ১৭.৫ ওভারে চোখে পড়ে ব্র্যাভোর পুষ্পা সেলিব্রেশন। ব্র্যাভোর বলে বাউন্ডারি লাইনে নাজমুলের হাতে ধরা পড়েন মাহিদুল ইসলাম। উইকেট নেওয়ার পরেই পুষ্পার ঝলক ফিরিয়ে আনেন ডোয়েন ব্র্যাভো।
যদিও ক্রিকেট মাঠে ব্র্যাভোর নাচের ছবি দেখা যায় হামেশাই। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দক্ষিণী সিনেমার ভক্ত হওয়া স্বাভাবিক ব্র্যাভোর। তাই তাঁর পুষ্পা সেলিব্রেশনে অবাক হওয়ার কিছু নেই। যদিও গোটা বিষয়টি নিঃসন্দেহে মনোরঞ্জন করবে ক্রিকেটপ্রেমীদের।
ম্যাচে অবশ্য একতরফাভাবে হারতে হয় ব্র্যাভোর দল বরিশালকে। প্রথমে ব্যাট করে কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বরিশাল ১৭.৩ ওভারে মাত্র ৯৫ রানে অল-আউট হয়ে যায়। ৬৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে কুমিল্লা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।