শুভব্রত মুখার্জি: খেলার মাঠ সবসময় অনিশ্চয়তায় ভরা। চোট ,আঘাত যে কোন মুহূর্তে যে কোন ক্রীড়াবিদের কাছে যেন স্বাভাবিক ঘটনা। তবে কোনও কোনও সময় তা বড় বেশি উদ্বেগের হয়ে যায়। এমন ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ প্রিমিয়র লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স ম্যাচের দর্শকরা। ফের একবার ২২ গজে ফিরল ফিল হিউজ ঘটনার ছায়া। মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে যেতে হল ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে ফ্লেচারকে। তার বদলি অর্থাৎ ক্রিকেটীয় পরিভাষায় কনকাশান সাব হিসেবে মাঠে নামলেন সিকান্দার রাজা।
সোমবার ম্যাচে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম ১৯০ রান করে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৯১ রানের জয়ের লক্ষ্য তাড়া করার সময় খুলনার হয়ে ব্যাট করতে নেমে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় দুর্দান্ত ফর্মে ব্যাট করতে থাকা আন্দ্রে ফ্লেচারকে। খুলনার ইনিংসের সপ্তম ওভারে রেজাউর রহমানের বলে ফ্লেচার তার মাথা ও কাঁধের মাঝে আঘাত পান। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তিনি। মাঠেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তার কনকাশন সাব হিসেবে মাঠে নামেন সিকান্দার রাজা।
সোমবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়র লিগে চট্টগ্রাম ও খুলনা টাইগার্সের ম্যাচে ঘটে এই দুর্ঘটনা। উল্লেখ্য খুলনার ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলটি বাউন্সার দেন চট্টগ্রামের পেসার রেজাউর। পুল করতে গিয়ে আঘাত পেয়ে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন ফ্লেচার। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে ড্রেসিং রুমে।
১টি ছয় এবং ১টি চারে ফ্লেচার ততক্ষণে করে ফেলেছেন ১৬ রান। ব্যাট থেকে আসে ১৬ রান। খুলনার ম্যানেজার নাফিস ইকবাল পরবর্তীতে মিডিয়াকে জানান, ‘ফ্লেচার তার ঘাড়ে আঘাত পেয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে প্রিকশনারি পদক্ষেপ হিসেবে পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।