বাংলা নিউজ > ময়দান > BPL 2022: ১৩ বলে ৫০! BPL-র ইতিহাসে দ্রুততম অর্ধশতরান নারিনের,চোখ জ্বলজ্বল করবে KKR-র:Video

BPL 2022: ১৩ বলে ৫০! BPL-র ইতিহাসে দ্রুততম অর্ধশতরান নারিনের,চোখ জ্বলজ্বল করবে KKR-র:Video

বিধ্বংসী নারিন। (ছবি সৌজন্যে, ভিডিয়ো টুইটার @FanCode)

ওপেনার নারিনের সৌজন্যে ৪৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে ফাইনালে উঠে গিয়েছে কুমিল্লা। 

মাত্র ১৩ বলে ৫০ রান হাঁকিয়ে নজির গড়লেন সুনীল নারিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করলেন ক্যারিবিয়ান তারকা। সেইসঙ্গে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। যা আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ভক্তদের মন একেবারে ভালো করে তুলবে।

বুধবার মীরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৪৮ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম বলেই আউট হয়ে যান লিটন দাস। সেখান থেকে ম্যাচে জাঁকিয়ে বসার আশায় ছিলেন চট্টগ্রামের আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজরা। কিন্তু সেটা হতে দেননি নারিন। যিনি ওপেন করতে নেমেছিলেন। 

প্রথম ওভারের চতুর্থ বলেই শর্ট পিচ বলকে বাউন্ডারির বাইরে ফেলে দেন। পরের দুটি বলে জোড়া চার মারেন। সেটাই ছিল শুরু। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মেহেদি। দ্বিতীয় বলে তিনি স্ট্রাইক পান। প্রথম দুই বলে ছক্কা মারেন। পরের বলটা কভারের বাউন্ডারির বাইরে চলে যায়। পঞ্চম বলে আরও একটি ছক্কা হাঁকান। তা যে কোনওক্রমে বাউন্ডারি টপকেছে, তা মোটেও নয়। বরং অনায়াসে বাউন্ডারি টপকে গিয়েছে। নারিনের সেই নির্মম প্রহারে প্রথম দু'ওভারে সর্বাধিক রানের নিরিখে বিপিএলে ইতিহাস তৈরি করে কুমিল্লা।

তাতে অবশ্য ক্ষান্ত হননি কেকেআর তারকা। ছক্কা মেরে মাত্র ১৩ বলে অর্ধশতরান পূরণ করেন। যা বিপিএলের ইতিহাস তো বটেই, বাংলাদেশের মাটিতে দ্রুততম অর্ধশতরান। তারপর আরও একটি চার মারেন। শেষপর্যন্ত ১৬ বলে ৫৭ রান করে আউট হয়ে যান ক্যারিবিয়ান তারকা। ততক্ষণে অবশ্য ৭৯ রান তুলে ফেলেছে কুমিল্লা। ওভার হয়েছে মাত্র ৫.৪। ফলে বাকি রানটা তুলতে তেমন বেগ হতে হয়নি মইন আলিদের। ৪৩ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতে ফাইনালে উঠে যায় কুমিল্লা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নারিন। যিনি ভালো বলও করেছেন। কোনও উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৪ রান দেন।

বন্ধ করুন
Live Score