বাংলা নিউজ > ময়দান > BPL-এ থামানো যাচ্ছে না শাকিব-ইফতিকারকে, ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ফের বরিশালকে জেতালেন দুই তারকা

BPL-এ থামানো যাচ্ছে না শাকিব-ইফতিকারকে, ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ফের বরিশালকে জেতালেন দুই তারকা

ইফতিকার আহমেদ ও শাকিব আল হাসান। ছবি- বিসিবি।

Bangladesh Premier League: রংপুরের বিরুদ্ধে ঝোড়ো শতরানের পরে এবার ঢাকার বিরুদ্ধে আগ্রাসী হাফ-সেঞ্চুরি ইফতিকারের।

চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগে থামানো যাচ্ছে না শাকিব আল হাসান-ইফতিকার আহমেদ জুটিকে। টানা দু'টি ম্যাচে ঝোড়ো ব্যাটিং করে ফর্চুন বরিশালকে জেতালেন দুই তারকা।

আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিরুদ্ধে ঝোড়ো শতরান করেছিলেন ইফতিকার। এবার ঢাকা ডমিনেটর্সের বিরুদ্ধে আগ্রাসী হাফ-সেঞ্চুরি করলেন পাক তারকা। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্য়ে ৩৪ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

অন্যদিকে শাকিব গত ২টি ম্যাচে পরপর ২টি হাফ-সেঞ্চুরি করেন। এবার ঢাকার বিরুদ্ধে ১৭ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন বরিশালের ক্যাপ্টেন। আগ্রাসী ইনিংসে শাকিব ৪টি চার ও ১টি ছক্কা মারেন।

চট্টগ্রামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বরিশাল। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রান সংগ্রহ করে। শাকিব ও ইফতিকার ছাড়া বড় রান পেয়েছেন মাহমুদুল্লাহ। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সইফ হাসান ১০, এনামুল হক ৬, মেহেদি হাসান মিরাজ ১৭ ও চতুরঙ্গ ডি'সিলভা ১০ রান করেন।

আরও পড়ুন:- 'ও নাকি ফুরিয়ে গিয়েছে!' রোনাল্ডোর সমালোচকদের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ কোহলির

ঢাকার হয়ে নাসির হোসেন ১৬ রানে ২টি উইকেট নেন। এছাড়া সলমন ইর্শাদ, আরাফত সানি ও মুক্তার আলি ১টি করে উইকেট পকেটে পোরেন। উইকেট পাননি তাস্কিন আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬০ রানে আটকে যায়। ১৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বরিশাল। নাসির হোসেন ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। মহম্মদ মিঠুন আউট হন ৩৮ বলে ৪৭ রান করে। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন।

এছাড়া উসমান ঘানি ৩০, সৌম্য সরকার ১৬, মহম্মদ ইমরান ৩ ও আরিফুল হক ৫ রান করেন। বরিশালের হয়ে ১টি করে উইকেট নেন মহম্মদ ওয়াসিম, চতুরঙ্গ ডি'সিলভা ও করিম জানাত। শাকিব ৪ ওভারে ৩০ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। মাত্র ১ ওভার বল করে ৬ রান খরচ করেন মেহেদি হাসান মিরাজ। তিনিও উইকেট তুলতে ব্যর্থ হন।

আরও পড়ুন:- এক্কেবারে খাঁটি পরামর্শ দিয়েছেন অশ্বিন, মেনে নিলেন ভারতের বোলিং কোচ, কোন পরামর্শ?

এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে বরিশাল। আপাতত তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়েই এক নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.