বাংলাদেশ প্রিমিয়র লিগে ফের ব্যাটে-বলে জ্বলে উঠলেন শাকিব আল হাসান। বিশেষ করে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন তারকা অল-রাউন্ডার। যদিও তার পরেও ফরচুন বরিশালকে কষ্ট করে ম্যাচ জিততে হয়।
চট্টগ্রামে লিগের ১১তম ম্যাচে টস জিতে বরিশালকে শুরুতে ব্যাট করতে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে। শাকিব আল হাসান ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।
শাকিব শেষমেশ ৪৫ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। আগ্রাসী ইনিংসে তিনি ৮টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৬, এনামুল হক ২০, চতুরঙ্গ ডি'সিলভা ২১, ইব্রাহিম জাদরান ২৭, ইফতিকার আহমেদ ৫ ও করিম জানাত ১০ রান করেন। খাতা খুলতে পারেননি মাহমুদুল্লাহ।
কুমিল্লার হয়ে তনভীর ইসলাম ৩৩ রানের বিনিময়ে ৪টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন নইম হাসান ও খুশদিল শাহ। উইকেট পাননি হাসান আলি, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।
পালটা ব্যাট করতে নেমে কুমিল্লা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বরিশাল। খুশদিল শাহ দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান সংগ্রহ করেন। ২৭ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন।
এছাড়া কুমিল্লার হয়ে লিটন দাস ৩২, মহম্মদ রিজওয়ান ১৮, ইমরুল কায়েস ২৮, চাডউইক ওয়াল্টন ১৪, মোসাদ্দেক হোসেন ২৭, হাসান আলি ১ ও নইম হাসান ১ রান করেন। খাতা খুলতে পারেননি জাকের আলি।
শাকিব আল হাসান বল হাতেও অনবদ্য পারফর্ম্যান্স উপহার দেন। তিনি ৩ ওভার বল করে মাত্র ১১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন চতুরঙ্গ ডি'সিলভা, কামরুল ইসলাম, ইফতিকার আহমেদ ও করিম জানাত। বরিশাল মোট ৮ জন বোলারকে ব্যবহার করে। উইকেট পাননি সুনজামুল ইসলাম, কাজি অনিক ও মেহেদি হাসান মিরাজ।
আরও পড়ুন:- ৪০ ওভারের ম্যাচে একাই ৫০৮, অবিশ্বাস্য নজির গড়লেন নাগপুরের যশ
সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শাকিব আল হাসান। চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগে এই নিয়ে ২টি ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন শাকিব। চার ম্যাচে তিনি উইকেট নিয়েছেন সাকুল্যে ৩টি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।