বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টান টান উত্তেজনার ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে ২০১৫ ও ২০১৮ সালে শিরোপা জিতেছিল কুমিল্লা। এদিন দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভার পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি জিততে পারে ফরচুন বরিশাল। কিন্তু ১৮তম ওভারেই বদলে যায় পুরো ম্যাচের ছবি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুনীল নারিন। স্লগ ওভারে সুনীল নারিনের বোলিং লড়াইয়ে ফেরায় কুমিল্লাকে। এর পরের দুই ওভারে মুস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে তৃতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। সুনীল নারিনের ঝোড়ো ইনিংসের ফলে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লা তোলে ৯ উইকেটে ১৫১ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে বরিশাল। মাত্র ১ রানে হারে তারা। ফলে তৃতীয়বার শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ১০ রান। বোলিং করতে আসেন তরুণ পেসার শহিদুল ইসলাম। প্রথম ৫ বলে দেন মাত্র ৭ রান। শেষ বলে বরিশালের দরকার ছিল ৩ রান। উভয় দলের ড্রেসিং রুম, গ্যালারি ও টিভি পর্দার সামনে থাকা দর্শকদের মনে তখন উৎকন্ঠা। বল ডেলিভারি করলেন শহিদুল ইসলাম। কিন্তু সেই বলে মাত্র ১ রান নিতে সক্ষম হয়েছে বরিশাল। ফলে ১ রানে জয় পায় ইমরুল কুমিল্লা।
ম্যাচের শেষ তিন ওভারে বরিশালের দরকার ছিল ১৮ রান। কিন্তু বল হাতে ১৮তম ওভারে বল করে মাত্র ২ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন নারিন। ব্যাট হাতে দুরন্তু খেলার পরে বল হাতেও দারুণ পারফরমেন্স করেন নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার। এদিন ব্যাট হাতে ২৩ বলে ৫৭ রান করার পরে, বল হাতে চার ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট ছিনিয়ে নেন তিনি। ফাইনালে নারিনের দুরন্ত ইনিংসের জন্য তৃতীয়বার ট্রফি ঘরে তোলে কুমিল্লা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।