বাংলা নিউজ > ময়দান > ক্যারিবিয়ান ক্রিকেটের হারানো সম্মান পুনরুদ্ধারের দায়িত্বে ব্রায়ান চার্লস লারা

ক্যারিবিয়ান ক্রিকেটের হারানো সম্মান পুনরুদ্ধারের দায়িত্বে ব্রায়ান চার্লস লারা

ফের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য নতুন ইনিংস শুরু করলেন ব্রায়ান লারা 

৫৩ বছর বয়সি লারার উপর দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের কৌশলগত পরামর্শ দেওয়ার বিষয়ে। ক্রিকেটারদের ক্রিকেটিয় জ্ঞানের উন্নতি করার পিছনেও দায়িত্ব থাকবে তাঁর। পাশাপাশি কোচদের সহযোগিতা করবেন তিনি।

শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন ধরে ফর্মে নেই ওয়েস্ট ইন্ডিজ সিনিয়র ক্রিকেট দল। টি-২০ ফর্ম্যাটে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল গতবারের টি-২০ বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতাই অর্জন করতে পারেনি। দিন দিন তলানিতে ঠেকেছে তাঁদের জাতীয় দলের পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে সুদিন এখন একেবারে শেষের দিকে। ক্যারিবিয়ানদে তাদের শেষ টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছেও হোয়াইটওয়াশ হতে হয়েছে। এখন আইসিসির অ্যাসোসিয়েট দলের কাছেও হারতে হয় নিকোলাস পুরানদের। আর এমন আবহেই কিংবদন্তি ব্যাটার ব্রায়ান চার্লস লারাকে মেন্টর হিসেবে নিয়োগ করল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI)।

আরও পড়ুন… Hockey WC semi-finals: নেদারল্যান্ডসকে হারাল বেলজিয়াম, ১৩ বছর পর হকি বিশ্বকাপের ফাইনালে জার্মানি

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে তাঁদের নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৫৩ বছর বয়সি লারার উপর দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের কৌশলগত পরামর্শ দেওয়ার বিষয়ে। ক্রিকেটারদের ক্রিকেটিয় জ্ঞানের উন্নতি করার পিছনেও দায়িত্ব থাকবে তাঁর। পাশাপাশি কোচদের সহযোগিতা করবেন তিনি।

আরও পড়ুন… সামনে মহেন্দ্র ধোনি স্ট্যান্ড, রাঁচির বক্সে বসে সস্ত্রীক হার্দিকদের খেলা দেখলেন

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করতেও লারা সাহায্য করবেন। ক্রিকেট পরিচালকের সঙ্গে মিলেমিশে কাজ করবেন তিনি । ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবোয়ে সফর থেকেই কাজ শুরু করবেন লারা। এই সফরে দুটি টেস্ট খেলবেন ক্যারিবিয়ানরা। নতুন দায়িত্ব পাওয়ার পরে লারা জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় ক্রিকেটার ও কোচদের সঙ্গে সময় কাটিয়ে এবং CWI-এর সঙ্গে আলোচনা শেষে আমি সত্যি সত্যিই বিশ্বাস করতে শুরু করেছি যে আমি ক্রিকেটারদের মানসিক দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি বেশ ভালো করেই। তাদের কৌশলগুলোকে আরও সফল করতে সাহায্য করতে পারি আমি এটাই বিশ্বাস করি।’

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন