অরুণাভ রাহারায়: এমন অভিনব জন্মদিন কেউ আগে দেখেছেন কি? বৃদ্ধ বাবাকে ভালবেসে অনেকেই জন্মদিন পালন করেন। তবে এক অভিনব জন্মদিনের সাক্ষী থাকল কোচবিহারের মাথাভাঙা শহর। বাবার ৮০তম জন্মদিনকে ব্যতিক্রমী করে রাখলেন শিক্ষক ছেলে সঞ্জয় সাহা। স্থানীয় এক হাই স্কুলের ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক সঞ্জয় সাহা, বাবার জন্মদিনে বাবার ইচ্ছেকেই বিশেষ গুরুত্ব দিলেন।
সঞ্জয় বাবুর বাবার নাম শচীন্দ্র কুমার সাহা। গত ২২ জানুয়ারি তাঁর ৮০তম জন্মদিন গিয়েছে। আর এই জন্মদিনকে উপলক্ষ্য করেই রবিবার বাড়িতে তাস খেলার টুর্নামেনটের আয়োজন করেন তিনি। সারাদিন ধরেই ব্রিজ খেলা চলবে। রীতিমতো প্যান্ডেল করে আসর বসেছে। টুর্নামেনটে যোগ দিয়েছেন দূরদূরান্তের বহু মানুষ। অনেকেই অবসর প্রাপ্ত বা তাঁদের বয়স ৬০ বছরের বেশি। পাশাপাশি খাওয়াদাওয়ারও আয়োজন করা হয়েছে। জয়ী ব্যক্তির জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
সঞ্জয় বাবুর এমন উদ্যোগ দেখে চমকে গিয়েছেন স্থানীয় মানুষেরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে উৎসাহ দিয়েছেন অনেকেই। সঞ্জয় সাহা হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, 'বুদ্ধির খেলা ব্রিজ। বাবাকে আজীবন খেলতে দেখেছি। তাই বাবার ৮০তম জন্মদিনে বাবার ইচ্ছেকেই সম্মান জানালাম। প্রবল সারা পেয়েছি। খুব ভাল লাগছে।'