ঢাকা টি২০ প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাঙ্কের পর টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল আবাহনী লিমিটেড। এবার ক্যাপ্টেন মুশফিকুর রহিমের দল ২২ রানে হারাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আবহনীকে ব্যাটি করতে পাঠায় ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। এরপর নামে বৃষ্টি। নিয়ম করে নির্ধারিত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে আবাহনী। ১৯ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪০ রানের চমৎকার এক ইনিংস খেলেন ম্যাচ সেরা হন মহম্মদ সাইফউদ্দিন। আফিফ হোসেন ২৭ রানে অপরাজিত থাকেন। ওপেনার নঈম হোসেন যোগ করেন ২৩ রান।
জবাবে ৪৪ বলে ৩ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৩ রানের দাপুটে এক ইনিংস খেলেন রাকিন আহমেদ। ওপেনার আনিসুল ইসলাম সুমন ২০ ও রায়ান রহমান ১৯ রানে অপরাজিত থাকেন। কিন্তু তাতে কোনো লাভ হলনা। ৩ উইকেটে ১১৩ রানেই গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএসের ইনিংস। ২২ রানে জয় পায় আবাহনী।
এদিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ান উড়িয়ে ধিল লেজেন্ডস অফ রূপগঞ্জকে। আট উইকেটে জয় পেল ব্রাদার্স ইউনিয়ান। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন বাবু। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লেজেন্ডস অফ রূপগঞ্জ। ১৯ ওভার ১ বলের মধ্যেই গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস। ১১১ রান তোলে তারা।
জবাবে ১৫.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ান। মিজানুর রহমন করেন ৫২ বলে ৭৪ রান। এদিনের ম্যাচে ব্রাদার্স ইউনিয়ানের হয়ে আলাউদ্দিন বাবু লেজেন্ডস অফ রূপগঞ্জের ৪টি উইকেট তুলে নেন, যারমধ্যে তিনি হ্যাটট্রিকও করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।