বাংলা নিউজ > ময়দান > বুমরাহ আর সঞ্জনা নাকি একে অপরকে পছন্দই করতেন না, তা হলে প্রেমটা কী করে হল?

বুমরাহ আর সঞ্জনা নাকি একে অপরকে পছন্দই করতেন না, তা হলে প্রেমটা কী করে হল?

অনেকটা যেন সিনেমার গল্পের স্ক্রিপ্টের মতোই। নায়ক-নায়িকা একে অপরকে একেবারেই পছন্দ করেন না। তার পর কখন যেন অজান্তেই মন দেওয়া-নেওয়া হয়ে যায়! তার পর আর কী! হ্যাপি এন্ডিং। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ এবং সঞ্জনা গণেশনের গল্পটাও একেবারে এ রকমই।