বাংলা নিউজ > ময়দান > বুমরাহর বোলিং অ্যাকশন ছিল না পসন্দ, বদলাতেও বলেছিলেন- নিজেই জানালেন ভরত অরুণ

বুমরাহর বোলিং অ্যাকশন ছিল না পসন্দ, বদলাতেও বলেছিলেন- নিজেই জানালেন ভরত অরুণ

জসপ্রীত বুমরাহ।

চোটে  জেরবার বুমরাহ। যে কারণে বহু দিন ভারতীয় দলের বাইরে তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি। কবে দলে ফিরবেন, তা নিয়েও নিশ্চয়তা নেই।

শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ভারতীয় সিনিয়র দল তথা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই অত্যন্ত সফল বোলার তিনি। সাম্প্রতিক সময়ে চোটের কবলে পড়ে তাঁর খেলা হয়নি টি-২০ বিশ্বকাপ। ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজেও অনিশ্চিত তিনি। এমন আবহেই ভারতীয় পেসারকে নিয়ে তাঁর মতামত জানিয়েছেন, প্রাক্তন ভারতীয় বোলিং কোচ ভরত অরুণ। তাঁর স্পষ্ট বক্তব্য, বুমরাহের বোলিং অ্যাকশন তাঁর একেবারেই পছন্দ ছিল না। এমন কী তিনি চেয়েছিলেন, বুমরাহ তাঁর এই অ্যাকশন বদলে ফেলুন।

আরও পড়ুন: টেস্টে দ্বিশতরান করতে চন্দ্রপলের লেগেছিল ১৩৬ ইনিংস, ছেলে ৫ ইনিংসেই বাজিমাত করলেন

ভরত অরুণ বলেছেন, ‘আমি তখন আমেদাবাদে ছিলাম। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীর কোচদের এডুকেশন প্রোজেক্টে কাজ করছিলাম। আমার মনে আছে, তৎকালীন গুজরাটের হেড কোচ ছিলেন বিজয় পাতিল। উনি আমার কাছে আসেন এবং একজন দ্রুত গতিতে বল করা নয়া পেসারকে দেখার অনুরোধ করেন। ওই প্রথম বার আমি বুমরাহের মুখোমুখি হই। ওকে আমি নেটে বল করতে দেখি। প্রথম যে ব্যাপারটা আমার নজরে পড়েছিল, তা হল ওর অদ্ভুত বোলিং অ্যাকশন। সত্যি বলতে, আমার ওর বোলিং অ্যাকশন একেবারেই পছন্দ হয়নি। তবে ওরা সবাই বলেছিল, বুমরাহ আরও জোরে বল করার চেষ্টা করছে। ও আরও দ্রুত বল করার ক্ষমতা রাখে।’

আরও পড়ুন: কিছু বছরে বন্ধ হতে পারে অনেক T20 লিগ, সতর্কবার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ভরত অরুণ আরও বলেছেন, ‘আমার সঙ্গে খুব অল্প সময়ের জন্য বুমরাহের দেখা হয়েছিল। ওই বছরেই ওর সঙ্গে ফের একবার আমার দেখা হয়। সেই দেখা হয়েছিল, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে। ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের একটা ক্যাম্পে আমাদের দেখা হয়। সত্যি বলতে, আমি সেই সময়ে ওকে ওর বোলিং অ্যাকশন বদলে ফেলতেও উপদেশ দিয়েছিলাম। তবে পরবর্তীতে দেখি, বিষয়টা ওর বোলিংয়ের জন্য একেবারে সহায়ক হচ্ছে না। আমি ওকে যত দেখছিলাম, তত উপলব্ধি করছিলাম, ওর গতি রয়েছে। ও দারুণ জোরে বোলিং করছে। ওর অ্যাকশনটা অদ্ভুত ছিল। যে ব্যাটাররা ওকে খেলেছিল, তারা সবাই বলেছে, ওর বল বুঝতে তাদের সমস্যা হচ্ছিল। কারও যদি এমন অদ্ভুত ক্ষমতা থেকে থাকে, তার কোনও কিছু হঠাৎ করে পরিবর্তন করে দিলে, আমরা ভালো ফল নাও পেতে পারি।’

বন্ধ করুন