বাংলা নিউজ > ময়দান > এই বছর MI-এর হয়ে বুমরাহ খেলেছেন ১৪ ম্যাচ, জাতীয় দলের হয়ে মাত্র ৫টি T20

এই বছর MI-এর হয়ে বুমরাহ খেলেছেন ১৪ ম্যাচ, জাতীয় দলের হয়ে মাত্র ৫টি T20

জসপ্রীত বুমরাহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বুমরাহকে পর্যাপ্ত বিশ্রাম দেয়নি টিম ম্যানেজমেন্ট? তারকা পেসারের চোটের পর উঠেছে প্রশ্ন। আসল সত্যটা হল প্রথম ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি সহ ভারত এই বছর এখনও পর্যন্ত ৩০টি সংক্ষিপ্ত ওভারের ম্যাচ খেলেছে। তার মধ্যে বুমরাহ মাত্র ৫টি ম্যাচ খেলেছেন।

ভারতীয় পেস বোলিং সেনসেশন জসপ্রীত বুমরাহ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা খেয়েছেন। নতুন করে পিঠের চোট পেয়ে আইসিসি-র ইভেন্ট থেকে তিনি ছিটকে গিয়েছেন। বুমরাহ এর আগে চোটের জন্য ২০২২ এশিয়া কাপ মিস করেছেন। এই টুর্নামেন্টে ভারত সুপার ফোর রাউন্ড থেকে ছিটকে যায়। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দলে ফিরলেও প্রথম ম্যাচ খেলেননি।

তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি দলে প্রত্যাবর্তন করেন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টি-টোয়েন্টির ঠিক আগে বিসিসিআই একটি টুইটের মাধ্যমে জানিয়ে দেয়, তিনি খেলতে পারবেন না। জানা যায়, নতুন করে তাঁর চোট লেগেছে। তিনি সিরিজ থেকে ছিটকে গেলে পরবর্তীতে বুমরাহর বদলে মহম্মদ সিরাজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিরিজ দলে নেওয়া হয়।

আরও পড়ুন: ৬ অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারত, দেখে নিন প্রস্তুতি ম্যাচ সহ ভারতের WC সূচি

জসপ্রীত বুমরাহকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাবে কিনা, তা নিয়ে জল্পনা ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বুমরাহ এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যাননি। বুমরাহ এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যাননি। তাই দেখা যাক কী হয়।’ সৌরভ বললেও তাঁর বিশ্বকাপের খেলার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন যে, বুমরাহর পিঠের চোটের পর টিম ম্যানেজমেন্টের কাজের চাপ সামলানোর বিষয় নিয়েও প্রশ্ন তুলেছে। সত্যি কি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বুমরাহকে পর্যাপ্ত বিশ্রাম দেয়নি ম্যানেজমেন্ট? আসল সত্যটা হল প্রথম ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি সহ ভারত এই বছর এখনও পর্যন্ত ৩০টি সংক্ষিপ্ত ওভারের ম্যাচ খেলেছে। তার মধ্যে বুমরাহ মাত্র ৫টি ম্যাচ খেলেছেন। তিনি জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং তার পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেননি। কারণ এই সময়ে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন। কিন্তু তার পরেও চোট এবং বিশ্রাম সব মিলিয়ে বিশ্বকাপের বছরে ভারতের সেরা পেস বোলার মাত্র ৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে খেলতে পারবেন বুমরাহ? সৌরভের উত্তরে বাড়ল আশা, সঙ্গে জল্পনাও

অথচ এই বছরে বুমরাহ ২০২২ আইপিএলে ১৪টি ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলেছেন। এর থেকেই প্রমাণিত হচ্ছে যে, দেশের হয়ে খেলার জন্য কিন্তু বুমরাহর উপর বাড়তি বোঝা চাপানো হয়নি। কারণ জাতীয় দল আর আইপিএলে ম্যাচ খেলার যে সংখ্যার পার্যক্য সেটা পরিষ্কার দেখা যাচ্ছে।

যতদূর জাতীয় দলের হয়ে চাপের বিষয় রয়েছে, তাতে বুমরাহ এই বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ এড়িয়ে গিয়েছেন। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজ খেলতে ফিরে আসেন তিনি। এবং তার পর জুনে ইংল্যান্ডের সঙ্গে একটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেন। এর পর চোটের কবলে পড়েন বুমরাহ। বুমরাহ এখনও পর্যন্ত ২০২২ সালে ভারতের হয়ে সব মিলিয়ে ১৫টি ম্যাচ খেলেছেন। এর পরেও যদি তিনি নিজেকে ফিট রাখতে ব্যর্থ হন, তবে এর দোষ কার?

২০২২ সালে বুমরাহ সব মিলিে ২৯টি ম্যাচ খেলেছেন। তারা মধ্যে প্রায় অর্ধেক ম্যাচ ছিল আইপিএলের। এতে অবশ্যই টিম ইন্ডিয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বুমরাহর মতো বড় খেলোয়াড়দের বিশ্বকাপ বছরে ভালো ভাবে পরিচালনা করা উচিত ছিল বলে দাবি করছেন অনেক বিশেষজ্ঞই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লাগেজ ছাড়াই দিল্লি থেকে বাগডোগরায় পৌঁছল বিমান, চরম দুর্ভোগে যাত্রীরা আগামিকাল কামদা একাদশী, আয় বাড়াতে করুন এই সহজ কাজ, বাড়বে রোজগার ব্যবসায় হবে লাভ উফ কী গরম! 'দারুণ অগ্নিবাণে রে' গেয়ে পরিস্থিতি বোঝালেন গার্গী সাগর পাড়ে নুসরত, পাশে চুপটি করে ঈশান! ছেলের পুরো ছবি প্রথমবার দিলেন হট মাম্মা প্রতিরক্ষায় মাইলস্টোন!দেশে তৈরি সাবসোনিক ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল লোকাল ট্রেনে যাতায়াত করে, রান্নাও করে, সৌরভ কন্যা সানা নিরামিষ খায়, জানালেন ডোনা দুপুরের খাওয়ার পরে হালকা মেজাজে ছিল জঙ্গিরা! বস্তারে মাও-ডেরায় কীভাবে অপারেশন? তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত অপমানের ১৮ বছর পার, আদালতে 'বিচার' পেলেন বাস কন্ডাক্টর, ফিরছে আগের বেতন T20 WC 2024-র আগেই প্রাক্তন অজি ক্রিকেটারের হাতে দলের কোচিং দায়িত্ব তুলে দিল USA

Latest IPL News

তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না CSK ম্যাচের আগেই নেটে আগুনে মেজাজে মায়াঙ্ক, স্বস্তির নিঃশ্বাস ফেলছে LSG- ভিডিয়ো মুস্তাফিজুরকে দেশে ফেরতের নির্দেশ নিয়ে BCB-র আলটপকা মন্তব্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.