চোট কাটিয়ে দীর্ঘ দিন পর ইংল্যান্ড ক্রিকেট দলে ফিরে এসেছেন তারকা ব্রিটিশ পেস-বোলার জোফ্রা আর্চারয। প্রায় দুই বছর পর আইপিএল খেলতেও প্রস্তুত জোফ্রা। দুই বছরের ব্যবধানে আইপিএলে তাঁর দলও বদলেছে। গত বছর অনুষ্ঠিত মেগা নিলামে তাঁকে কিনে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এমন পরিস্থিতিতে তিনি ২০২৩ আইপিএলে ইতিহাসের সবচেয়ে সফল দলের জার্সি পরে খেলতে মরিয়া।
সম্প্রতি তিনি একটি বিবৃতিতে বলেছেন যে, তিনি ব্যাক-টু-ব্যাক ম্যাচ খেলতে না পারলেও, কোবও প্রশ্ন করবেন না। তিনি বলেন, ‘আমাকে যদি বলা হয়, আমি খেলছি না, তা হলে আমি এই নিয়ে কোনও প্রশ্ন করি না। এমন কী যদি এটি ক্রমাগত ঘটে, তবে আমি এতে মনোযোগ দেব না কারণ আমি ইতিমধ্যে জানি উত্তর কী হবে।’
আরও পড়ুন: কেমন লাগছে ২২ দিনের পিচে খেলা দেখতে- আমদাবাদের উইকেট নিয়ে সরব প্রাক্তনীরা
ক্রিকেটের মূল স্ত্রোতে ফিরছেন জোফ্রা
১৮ মাস ক্রিকেট থেকে দূরে থাকার পর, ২৭ বছরের তারকা জোফ্রা আর্চার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের হাত ধরে ক্রিকেটের মূল স্ত্রোতে ফিরে এসেছেন। জসপ্রীত বুমরাহ এবং অস্ট্রেলিয়ান ঝাই রিচার্ডসন চোটের কারণে পুরো মরশুমের জন্য ছিটকে যাওয়ায়, মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট এখন জোফ্রা আর্চারের দিকে তাকিয়ে রয়েছে।
আইপিএল চলাকালীন আর্চারের কাজের চাপ পর্যবেক্ষণ করা হবে
ইংল্যান্ডের ড্যাশিং ফাস্ট বোলার জানিয়েছেন যে, তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স একটি ই-মেইল পাঠিয়েছে। যেটা ইংল্যান্ডের মেডিক্যাল টিমের কাছে পাঠানো হয়েছে। আইপিএল চলাকালীন তাঁর কাজের চাপ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে মেইলে বলা হয়েছে। কারণ আইপিএলের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের প্রস্তুতি নিতে হবে তাদের। এমন পরিস্থিতিতে আর্চার বলেন, ‘আসন্ন মরশুমে যদি একটা ম্যাচও খেলতে পারি, ভালো হবে। আর একাধিক ম্যাচ খেলতে পারলে, আমি খুশি হব। কারণ এটি আমার জন্য বোনাসের মতো হবে। আমি এখনও পর্যন্ত একটিও অ্যাশেজ সিরিজ হারিনি। আশা করি আমরা সেই পথেই এগিয়ে যাব।’
আরও পড়ুন: কোহলি যে ভাবে রান নিচ্ছিলেন,মনে হয়নি অসুস্থ- অনুষ্কার দাবি কার্যত অস্বীকার অক্ষরের
২৭ বছরের আর্চার, জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক প্রত্যাবর্তনের পর থেকে চারটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টিতে ১৬.৯২ গড়ে দুরন্ত ছন্দে ১৩ উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে গত মাসে কিম্বার্লিতে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স করেছেন। ৪০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। এবং আগামী আইপিএলের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগ দেওয়ার আগে তিনি এই সপ্তাহে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের বাকি দু'টি টি-টোয়েন্টির একটিতে খেলতে পারেন।
জোফ্রা বলেছেন, ‘প্রত্যাবর্তন এবং আবার ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা মানে আমি যা করতে চেয়েছিলাম, তা ইতিমধ্যেই করে ফেলেছি। আমি ১৮ মাস আগে বলেছিলাম, আমি ফিরতে চলেছি। এবং এখন আমি ফিরে এসেছি। আশা করি, আমার দীর্ঘ ক্যারিয়ার আছে, তাই সব কিছু নিয়ে তাডা়হুড়োর কোনও মানে নেই।’