বাংলা নিউজ > ময়দান > ‘বুমরাহর বোলিং অ্যাকশন একেবারেই ঠিকঠাক নয়’, মন্তব্য শোয়েব আখতারের

‘বুমরাহর বোলিং অ্যাকশন একেবারেই ঠিকঠাক নয়’, মন্তব্য শোয়েব আখতারের

জসপ্রীত বুমরাহ। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

চোটের জন্য দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। কবে মাঠে ফিরবেন তা এখনও জানা যায়নি। এবার বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার।

জসপ্রীত বুমরাহর পিঠে চোট লাগার জন্য দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে আর কোনও ধরনের ক্রিকেট খেলেননি তিনি। বুমরাহ এশিয়া কাপের পাশাপাশি একাধিক টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ হাতছা়ড়া করেছেন। অগস্টে চোট লাগলেও কয়েকদিন পরই কিছুটা সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেন। আর এই খেলার ফলেই তার চোট আরও বেড়ে যায়। যার ফলে পরবর্তী টি-টোয়েন্টি ম্যাচ ও বিশ্বকাপ থেকে বাদ পড়ে যান। সেপ্টেম্বর থেকে পুরোপুরি ভাবে মাঠের বাইরে তিনি।

পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করেন, বুমরাহর বোলিং অ্যাকশনে ভুল রয়েছে। তিনি বলেন, 'অস্বাভাবিক বোলিং অ্যাকশন এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাবে বুমরাহ অসুস্থ হয়ে পড়েছে। গত বছর যে পরিমাণ ক্রিকেট খেলেছে, সে কারণেও বুমরাহের পিঠের চোট লাগতে পারে।'

আখতার বুমরাহের পিঠের চোট লাগার কারণ হিসেবে বলেছেন, 'বুমরাহ বোলিং করার জন্য অনেকটাই মেরুদন্ডের উপর চাপ দেয়। আমরা সব সময় সেই চাপ পাশে রাখতাম। আমরা খেলার সময় আমাদের পিঠে যাতে চাপ বেশি না পরে সেজন্য বিকল্প কিছুর সাহায্য নিয়ে থাকি। জসপ্রীত সেটা করে না। তাই চোট লাগছে।'

আখতার আরও বলেন, 'গত বছরে যে পরিমাণ ক্রিকেট খেলেছে বুমরাহ তাতে চোট লাগা স্বাভাবিক। তিন ফর্মাটেই নিয়মিত খেলেছে। সেই সঙ্গে আইপিএলেও খেলেছে। টিম ম্যানেজমেন্ট বুমরাহকে ঠিক মতো ব্যবহার করতে পারেনি। আমি মনে করি, ভারতীয় দল ওকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারত। তবে বুমরাহর উচিত ছিল একটু সচেতন থাকার। তাঁর বোঝা উচিত ছিল কোন ফরম্যাটে খেলা উচিত আর কোন ফরম্যাটে খেলা উচিত নয়।'

বুমরাহ ছিটকে যাওয়ার বেশ সমস্যায় পড়েছে ভারতীয় দল। বিশেষ করে চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে বুমরা কতটা ফিট হয়ে উঠতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে বুমরাহকে ফিট থাকতে এবং তাঁর কেরিয়ার ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করা উচিত সেই সম্পর্কে পরামর্শ দিয়েছেন আখতার।

আখতার জসপ্রীতের আরোগ্য কামনা করে বলেন, 'বুমরাহর বোলিং অ্যাকশন কোনও দিনই পরিবর্তন করা যাবে না। তবে ও একজন সাহসী বোলার। বিশ্বের সেরাদের মধ্যে একজন। ওকে এই রকম অবস্থায় দেখে আমি খুবই দুঃখিত। আমি চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৫ ওভারেই শিকার রোহিত-গিল-কোহলি, কে এই হাসান মাদমুদ?চিনুন বাংলাদেশের তরুণ পেসারকে আদেশের মৃত্যুর পর পাল্টে গেছেন শাহরুখ! কিংয়ের নামে বিস্ফোরক অভিযোগ বিজয়েতার দেরি করায় ডেলিভারি বয়কে তিরস্কার, তামিলনাড়ুতে অপমানে আত্মঘাতী তরুণ খাওয়ার সময় কাঁচা লঙ্কা না পেয়ে সহকর্মীদের একের পর এক গুলি, নিহত ২ CAF জওয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আটকে গেল ম্যান সিটি, জয় পেল পিএসজি 'ওসি-র ওপর কলকাঠি নেড়ে থাকতে পারেন প্রভাবশালীরা', আরজি কর কাণ্ডে নয়া মোড় কালীঘাটে পুজো দিয়ে সপরিবারে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা পুজোয় ভিলেন হতে পারে বৃষ্টি? না কি আকাশ থাকবে ঝলমলে, দেখে নিন এখনই প্রতিদিন ৫ স্থানে প্রদীপ জ্বালানো করবে লক্ষ্মীকে প্রসন্ন, সঙ্গে মিলবে পিতৃর কৃপা '৫০০ কোটি ডলার চাইব', বলেছিলেন ইউনুস, শেষে ২ বিলিয়নই পেল বাংলাদেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.