চ্যালেঞ্জ ছুড়েছিলেন এলিস পেরি। তা গ্রহণ করলেন সচিন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ তুলতে চ্যারিটি ম্যাচে ইনিংস বিরতির সময় পেরির ছ'টি বল খেলবেন মাস্টার ব্লাস্টার। সেই সময় ফিল্ডিং করবেন জাতীয় দলে পেরির সতীর্থরা।
গত সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছিল কমপক্ষে ৩৩ জনের। মারা গিয়েছিল লাখ লাখ বন্যপ্রাণী। ধ্বংস হয়ে গিয়েছিল হাজার হাজার অসংখ্য বাড়ি। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ জোগাড় করতে রবিবার চ্যারিটি ম্যাচের আয়োজন হয়েছে। সেই ম্যাচে অবশ্য ব্যাট করছেন না সচিন। পন্টিং একাদশের কোচের চেয়ারে বসেছেন তিনি।
এরইমধ্যে সচিনকে চ্যালেঞ্জ ছোড়েন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের তারকা পেরি। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে পেরি বলেন, 'হ্যালো, সচিন। বুশফায়ার ম্যাচে সমর্থনের জন্য ধন্যবাদ। আমি জানি, আপনি একটি দলের কোচিং করাচ্ছেন। কিন্তু গতরাতে আমরা আলোচনা করছিলাম যে অবসর ভেঙে ফিরে এসে জাংশন ওভালে ইনিংস বিরতির সময় আপনি এক ওভার ব্যাট করলে তা দুর্দান্ত হবে। আপনাকে বল করতে পারলে আমরা অত্যন্ত খুশি হব। অবশ্যই আপনি যে বলগুলি মারবেন, তা বাউন্ডারির বাইরে থেকে আনতেও খুশি হব।'
পেরির টুইটের জবাব দেন মাস্টার ব্লাস্টার। তিনি টুইটার লেখেন, 'বিষয়টি দারুণ শোনাচ্ছে পেরি। আমি (ক্রিজে) গিয়ে এক ওভার ব্যাট করতে পারলে অত্যন্ত খুশি হব। (যদিও কাঁধের চোটের কারণে আমরা চিকিৎসকের পরামর্শের বিরুদ্ধে হওয়া সত্ত্বেও)। আমরা আরও অর্থ জোগাড় করতে পারব বলে আশা করছি। যা আমায় উইকেটের মাঝে নিয়ে আসবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।