বাংলা নিউজ > ময়দান > Bushfire Cricket Bash: ৫ বছর পর ক্রিজে সচিন, স্মৃতির সরণিতে ডুব ভক্তদের

Bushfire Cricket Bash: ৫ বছর পর ক্রিজে সচিন, স্মৃতির সরণিতে ডুব ভক্তদের

চার মেরে শুরু সচিনের (ছবি সৌজন্য এএফপি)

এতদিন পর ব্যাট ধরলেও প্রথম বলেই পুরনো সচিনের ঝলক মেলে। দুরন্ত লেগ গ্লান্সে বাউন্ডারির বাইরে বল পাঠান সচিন।

যখন থেকে চ্যালেঞ্জ গ্রহণ নিয়েছিলেন, তখন থেকেই তাঁর মাঠে নামার দিকেই অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন ক্রিকেট অনুরাগীরা। দীর্ঘ প্রতীক্ষার পর শেষপর্যন্ত মাঠে নামেন তিনি। আর নেমেই প্রথম বলে চার মারলেন সচিন তেন্ডুলকর।

আরও পড়ুন : Bushfire Cricket Bash: সচিন-লারা-আক্রম-যুবরাজ, চ্যারিটি ম্যাচে তারকা দ্যুতি

গত সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ জোগাড় করতে রবিবার চ্যারিটি ম্যাচের আয়োজন হয়েছিল। সেই ম্যাচে এলিস পেরির চ্যালেঞ্জ গ্রহণ করে ইনিংসের বিরতির সময় ব্যাট হাতে নামেন মাস্টার ব্লাস্টার। তার আগেই জানিয়েছিলেন, সাড়ে পাঁচ বছর আবারও ব্যাট ধরছেন তিনি।

আরও পড়ুন : Bushfire Cricket Bash: পেরির চ্যালেঞ্জ গ্রহণ সচিনের, ব্যাট করবেন ১ ওভার

এতদিন পর ব্যাট ধরলেও প্রথম বলেই পুরনো সচিনের ঝলক মেলে। দুরন্ত লেগ গ্লান্সে বাউন্ডারির বাইরে বল পাঠান সচিন।

দেখুন সচিনের সেই লেগ গ্লান্সের ভিডিয়ো :

দেখুন সচিনের ব্যাটিংয়ের পুরো ভিডিয়ো :

বন্ধ করুন