বাংলা নিউজ > ময়দান > BWF World Championships 2021: দু্র্ধর্ষ লড়েও অধরা সোনা,বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপো কিদম্বি শ্রীকান্তের

BWF World Championships 2021: দু্র্ধর্ষ লড়েও অধরা সোনা,বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপো কিদম্বি শ্রীকান্তের

কিদম্বি শ্রীকান্ত। (ছবি সৌজন্য অলিম্পিক্স)

সোনার পদক এল না।

সোনার পদক এল না। ফাইনালে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের বিরুদ্ধে ১৫-২১, ২০-২২ গেমে হেরে গেলেন কিদম্বি শ্রীকান্ত। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতীয় তারকা। যিনি প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন। 

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কোনও ভারতীয় পুরুষ শাটলার সোনা জেতেননি। ১৯৮৩ সালে প্রকাশ পাড়ুকোন এবং ২০১৯ সালে বি সাই প্রণীত ব্রোঞ্জ জিতেছিলেন। সেমিফাইনালে স্বদেশীয় লক্ষ্য সেনকে হারিয়ে পৌঁছানোর পর শ্রীকান্ত সোনা জিতবেন বলে আশা তৈরি হয়েছিল। রবিবার ফাইনালে যেভাবে শুরু করেছিলেন, তাতে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। ফাইনালের প্রথম পয়েন্ট সিঙ্গাপুরের প্রতিপক্ষ জিতলেও পরের তিনটি পয়েন্ট জেতেন শ্রীকান্ত। একটা সময় ৯-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন। প্রথম গেমের বিরতির সময় শ্রীকান্তের পক্ষে ফল ছিল ১১-৭। কিন্তু বিরতির পর টানা পয়েন্ট জিততে থাকেন লো।রীতিমতো চাপে পড়ে যান শ্রীকান্ত। ১৫-১১ ব্যবধানে এগিয়ে যান লো। শেষপর্যন্ত আর ব্যবধান কমাতে পারেননি ভারতীয় শাটলার। ১৫-২১ ব্যবধানে প্রথম গেম হাতছাড়া হয় শ্রীকান্তের।

দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি শুরু হয়। শ্রীকান্ত না লো - কেউই এক ইঞ্চি জমি ছাড়ছিলেন না। ৩-২, ৫-৪, ৯-৮ - এরকম ব্যবধানে এগিয়ে থাকছিলেন শ্রীকান্ত। তবে ৯-৬ ব্যবধানে এগিয়ে থাকার সময় দুটি আনফোর্সড এরর করেন তিনি। যা ম্যাচের মোড় লোয়ের দিকে ঘুরিয়ে দেয় কিছুটা। তার ফলে বিরতির সময় এগিয়ে থাকেন লো। ৯-১১ ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় গেমের বিরতি হয়। বিরতির পর দুর্দান্ত কয়েকটি পয়েন্ট পান শ্রীকান্ত। ১৪-১৪ হয় দাঁড়ায় ফল। সেই অবস্থায় পরপর দুই পয়েন্ট পান শ্রীকান্ত। একটা দুর্দান্ত ক্রস-নেট শট মারেন। সেই রেশ ধরে রেখে ১৮-১৮ ব্যবধানে এগিয়ে যান ভারতীয় শাটলার। কিন্তু আবারও প্রত্যাবর্তন করেন লো। ২০-১৯ পয়েন্টে এগিয়ে যান। সেই অবস্থায় ম্যাচ পয়েন্ট বাঁচান শ্রীকান্ত। কিন্তু পরের পয়েন্টই জিতে যান লো। আবারও চ্যাম্পিয়নশিপ পয়েন্টে বাঁচানোর লক্ষ্যে থাকলেও একটা ভুল বিচার করেন শ্রীকান্ত। শাটল কোর্টের বাইরে যাবে বলে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তা কোর্টের ভিতরেই পড়ে। তার ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে যান লো। যিনি দু'মাস আগে বিশ্বের ক্রমপর্যায়ে ৪১ নম্বরে ছিলেন। সেই তিনিই বিশ্বের এক নম্বর তারকা কেন্তো মোমোতা, অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন-সহ প্রথম দশে থাকা ছয় খেলোয়াড়কে হারিয়েছেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.