বাংলা নিউজ > ময়দান > বিশ্বকাপের আগেই BCCI-এর সঙ্গে সংযোগ ছিন্ন করতে চায় Byjus, MPL

বিশ্বকাপের আগেই BCCI-এর সঙ্গে সংযোগ ছিন্ন করতে চায় Byjus, MPL

রোহিস শর্মা। ছবি- এএনআই

ভারতীয় দলের জার্সি স্পনসর থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে বাইজুস। তারা জানিয়ে দিয়েছে এই চুক্তি থেকে বেড়িয়ে আসতে চায়। ফলে বিশ্বকাপের আগে জার্সি সমস্যার মুখে পড়তে চলেছে ভারতীয় দল। 

স্পনসর সমস্যার মধ্যে পড়তে চলেছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, বিরাট কোহলিদের জার্সি স্পনসর থেকে সরে যেতে চলেছে বাইজুস। এমনটাই জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে। শুধু বাইজুস একা নয়, ক্রিকেটারদের কিট স্পনসর এমপিএল স্পোর্টসও নাম তুলে নেওয়ার কথা জানিয়েছে বিসিসিআইকে। এই দুই স্পনসর চলে যাওয়ার সিদ্ধান্তে বেশ কিছুটা চাপে পড়েছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, বাইজুস এবং এমপিএল স্পোর্টস স্পনসর তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিতে চাইছে। চলতি বছরের জুন মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে জার্সি স্পনসর হিসাবে চুক্তি বৃদ্ধি করে বাইজুস। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বিরাট, রোহিতদের জার্সি স্পনসর করার কথা ছিল এই সংস্থার। কিন্তু তারা এই চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিপুল আর্থিক ক্ষতির মুখে বাইজুস। ঠিক সেই কারণেই স্পনসর হিসাবে আর থাকতে চাইছে না তারা।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ২০২৩ সালের মার্চ পর্যন্ত স্পনসর থাকার জন্য বাইজুসকে অনুরোধ জানিয়েছে। একই পথে হাঁটতে চলেছে এমপিলএও। তারাও সরে যেতে চাইছে। তবে ২০২৩ মার্চ মাস পর্যন্ত তাদেরকে থাকার অনুরোধ জানাবে বিসিসিআই। আগামী বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে একাধিক সিরিজ রয়েছে ভারতের। ঠিক সেই মুহূর্তে স্পনসররা সরে যাওয়ার সিদ্ধান্তে বেশ চাপে পড়েছে রজার বিনির ভারতীয় বোর্ড। এখন এটাই দেখার বিষয় নতুন স্পনসর হিসাবে কারা আসে। পাশাপাশি বাইজুসকে কাতার বিশ্বকাপেও স্পনসর হিসাবে দেখা গিয়েছে।

স্পনসর চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'বাইজুস ৪ নভেম্বর বিসিসিআইকে মেইল করে জানিয়েছে, তারা আর ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকতে চাইছে না। বিসিসিআইয়ের সঙ্গে হওয়া যে চুক্তি তারা করেছিল, সেখান থেকে বেড়িয়ে আসতে চায় বাইজুস। তবে বিসিসিআইয়ের তরফ থেকে অনুরোধ করা হবে যাতে ২০২৩ মার্চ পর্যন্ত তারা স্পনসর করে। একই কথা বলা হয়েছে এমপিএলকেও। ওরাই চুক্তি থেকে বেড়িয়ে আসতে চাইছে। ২ ডিসেম্বর এমপিএল স্পোর্টস মেইল করে তা জানিয়েছে। তাদেরকেও মার্চ পর্যন্ত থাকার অনুরোধ জানানো হবে।'

বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডেসর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে এই দুই স্পনসরের সরে যাওয়া নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়েও আলোচনা হয়।

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.