শুভব্রত মুখার্জি: চলতি মরশুমের জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল দল। ফাইনালে তপন মেমোরিয়ালকে হারিয়ে এই শিরোপা জিতল তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে তারা হারাল তপন মেমোরিয়ালকে। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটিতেও ওভার সংখ্যা কমানো হয়। মাত্র ৯ ওভারে খেলা হয় ম্যাচটি। ম্যাচ শেষে মাঠকর্মীদের কাজের ও প্রশংসা করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। তার মতে মাঠকর্মীদের তৎপরতার কারণে বৃষ্টি হলেও এই ফাইনাল ম্যাচটি ২২ গজে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত আজ অর্থাৎ বৃহস্পতিবার একসঙ্গে খেলা হয়েছে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। দুটি খেলাতেই দুটি সহজ জয় তুলে নিয়ে জেসি মুখার্জি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। বুধবার আইপিএলের এলিমিনেটর ১-এ আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ হয়ার পরের দিনেই জেসি মুখার্জির খেলা হল ইডেনে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে ইডেন গার্ডেনে ছিল এই ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে কথা হয় ৯ ওভারের।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৮ উইকেটে ৫৪ রান করে তপন মেমোরিয়াল। লাল হলুদের হয়ে তাদের বোলার রোহিত কুমার, সৌরভ মণ্ডল এবং অয়ন ভট্টাচার্য এই তিনজনই দু’টি করে উইকেট তুলে নেন।
৫৫ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে জবাবে তিন বল বাকি থাকতে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইস্টবেঙ্গল। মাত্র ৮.৩ ওভারেই দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন ইস্টবেঙ্গল ক্রিকেটাররা। লাল-হলুদের হয়ে রঞ্জন সিংহ খাড়িয়া ২৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সৌরভ মণ্ডল।
উল্লেখ্য এদিন সকালেই খেলা হয়েছিল সেমিফাইনাল খেলা। সেই ম্যাচে ইস্টবেঙ্গল দল কালীঘাট ক্লাবকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল। কালীঘাট প্রথমে ব্যাট ১০৫ রানে অলআউট হয়ে যায়। ইস্টবেঙ্গল মাত্র ১২.১ ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন ফাইনাল ম্যাচ শেষে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া মাঠে নেমে পুরস্কার বিতরণীর সময় দুই দলকেই অভিনন্দন জানান ভালো ক্রিকেট খেলার জন্য। পাশাপাশি মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রম ফলে বৃষ্টির পরেও যে ফাইনাল ম্যাচ খেলা সম্ভব হয়েছে তার জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।