২০২২ এশিয়া কাপ শুরু হতে আর কিছু সময়ের অপেক্ষা। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ২৭ অগস্ট শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে খেলা হবে। আর রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ২৮ অগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। এ বারের এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের চোখ থাকবে জয়ের হ্যাটট্রিকের দিকে।
আরও পড়ুন: লড়াই ২২ গজে, মাঠের বাইরে আফ্রিদির চোট নিয়ে উদ্বেগ প্রকাশ কোহলি-রাহুলদের- ভিডিয়ো
ভারত ২০১৬ এবং ২০১৮ সালে এশিয়ান কিং হয়েছে। তাই টানা তৃতীয় বার দলকে চ্যাম্পিয়ন করার কঠিন চ্যালেঞ্জ রোহিত শর্মার। দু'টি কাকতালীয় ঘটনা ভারতের চ্যাম্পিয়ন হওয়ার দাবিকে অবশ্য শক্তিশালী করেছে।
জানেন সেই ঘটনা দু'টি কি?
২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে
এর আগে ২০২২ সালের এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। কিন্তু আর্থিক সঙ্কটের মধ্যে থাকা দেশের পরিস্থিতির ক্রমশ অবনতি দেখে শেষ মুহূর্তে এশিয়া কাপের আয়োজন থেকে সরে দাঁড়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার এই সিদ্ধান্তের পর নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাশাহিতেই সরিয়ে নিয়ে যাওয়া হয় টুর্নামেন্ট। প্রসঙ্গত ২০১৮ এশিয়া কাপও সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হয়েছিল। যে বার ভারত ফাইনালে বাংলাদেশকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় এবং সামগ্রিক ভাবে সপ্তম শিরোপা জিতেছিল।
আরও পড়ুন: ৭+১৮ জুটি খুব স্পেশ্যাল-ধোনির ডেপুটি হয়েই কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন, জানালেন কোহলি
গ্রুপ সমীকরণও একই
২০১৮ এশিয়া কাপের গ্রুপ এ-তে ছিল ভারত এবং পাকিস্তানের সঙ্গে হংকং। আর গ্রুপ বি-তে ছিল শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। এ বারও দলগত সমীকরণ একই। বাছাই পর্বের তিনটি ম্যাচ জিতে ভারত এবং পাকিস্তানের গ্রুপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে হংকং।
এশিয়া কাপ ২০১৮-তে ভারতের পারফরম্যান্স
গ্রুপ পর্বে হংকং এবং পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয়ের মাধ্যমে ভারত সুপার চারের জন্য যোগ্যতা অর্জন করে। এই রাউন্ডে, টিম ইন্ডিয়া আবার পাকিস্তানকে ৯উইকেটে হারিয়েছিল এবং বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছিল ভারত। সুপার চারে তিনটি ম্যাচের মধ্যে দু'টি জিতে ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। আর ফাইনালে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।