বাংলা নিউজ > ময়দান > FIFA World Cup 2022: কাতারের কাছে হারের পর বিশ্বকাপে যোগ্যতা অর্জনের কোনও সুযোগ আছে কি ভারতের সামনে?

FIFA World Cup 2022: কাতারের কাছে হারের পর বিশ্বকাপে যোগ্যতা অর্জনের কোনও সুযোগ আছে কি ভারতের সামনে?

ভারত বনাম কাতার ম্যাচের মুহূর্ত। ছবি- টুইটার (@IndianFootball)

দেখে নিন কোন অঙ্কে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে উঠতে পারেন সুনীল ছেত্রীরা।

ম্যাচের বেশিরভাগ সময় ১০ জনে খেলতে হয় ভারতকে। তা সত্ত্বেও শক্তিশালী কাতারের বিরুদ্ধে দুরন্ত লড়াই উপহার দেয় ভারতীয় ফুটবল দল। যদিও শেষমেশ ফিফা ব়্যাঙ্কিংয়ের ৫৮ নম্বরে থাকা এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে ০-১ গোলে হারতে হয় ভারতকে।

এই হারের পর যে প্রশ্নটা ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে উঠে আসছে সেটা হল, ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আর কি কোনও সুযোগ আছে ভারতের সামনে? উত্তরটা অবশ্য খুশি করবে না তাঁদের। ভারত ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে লিগের বাকি ম্যাচগুলি জিতলেও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডে যাওয়ার কোনও সুযোগ নেই ভারতের সামনে। কেননা কাতার ও ওমান গ্রুপের প্রথম দু'টি স্থানে থাকা নিশ্চিত করেছে ইতিমধ্যেই। দু'দলের কাউকেই ছোঁয়ার সম্ভাবনা নেই সুনীল ছেত্রীদের।

যদিও ভারত যদিও লিগ টেবিলের তৃতীয় স্থানে শেষ করতে পারে, তবে ২০২৩ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে সরাসরি যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ ও আফগানিস্তানকে লিগের শেষ দু'টি ম্যাচে হারালে ভারতের তৃতীয় স্থানে থাকা নিশ্চিত। বাংলাদেশের বিরুদ্ধে যদি ড্র করে ভারত, তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে ছেত্রীদের।

চুর্থ স্থানে থেকে লিগ শেষ করলেও সব গ্রুপ মিলিয়ে সেরা চার চতুর্থ স্থানাধিকারীর মধ্যে জায়গা করে নিলে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে ভারত। নাহলে তাদের খেলতে হবে প্লে-অফ।

আপাতত কাতার ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। ওমান ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আফগানিস্তান ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চার নম্বরে থাকা ভারতের সংগ্রহে রয়েছে ৬ ম্যাচে ৩ পয়েন্ট। বাংলাদেশ ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের পাঁচ নম্বরে রয়েছে।

উল্লেখ্য, ভারত কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে ১-২ গোলে পরাজিত হয় ওমানের কাছে। দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে কাতারের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচে ১-১ গোলে ড্র করে আফগানিস্তানের বিরুদ্ধে। পঞ্চম ম্যাচে ০-১ গোলে হারে ওমানের কাছে। ষষ্ঠ ম্যাচে কাতারের কাছে হারে ০-১ গোলে। সুতরাং ৬টি ম্যাচে এখনও জয় অধরা ভারতের। তারা ৩টি ম্যাচ ড্র করে। পরাজিত হয় ৩টি ম্যাচে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.