খুন হওয়া কবাডি খেলোয়াড় সন্দীপ নানগাল আম্বিয়া হত্যা মামলার নাকি সমাধান করে ফেলেছে পঞ্জাব পুলিশ। এমনটাই দাবি তাদের। পঞ্জাব পুলিশের দাবি, ভারতের প্রাক্তন কবাডি অধিনায়কের হত্যার পিছনে আসলে হাত রয়েছে কানাডায় বসবাসকারী দু’জন এবং মালয়েশিয়ার একজনের। উল্লেখ্য, গত ১৪ মার্চ জলন্ধরের মালিয়ান গ্রামে একটি কবাডি ম্যাচ চলাকালীন গুলি করে সন্দীপকে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতিরা।
পুলিশ ইতিমধ্যেই প্রায় ১২ জনের নামে অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে সন্দীপকে গুলি চালানোর অভিযোগে পাঁচ জন এবং তাদের আশ্রয় দেওয়ার জন্য আরও একজনের নাম রয়েছে এই তালিকায়। এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পঞ্জাব এবং পড়শি রাজ্যের বিভিন্ন জেলে বন্দি। পুলিশ জানিয়েছে, যারা গুলি চালিয়েছে, তাদের চিহ্নিত করা গিয়েছে।
একটি প্রতিযোগীতার আয়োজনের জন্য ইংল্যান্ড থেকে পঞ্জাবের জলন্ধরে এসেছিলেন সন্দীপ নানগাল। প্রতি বারই এই কবাডি প্রতিযোগীতার আয়োজন করতে তিনি পঞ্জাবে আসেন। কিন্তু দুষ্কৃতিদের গুলিতে প্রয়াত হন ৪০ বছরের সন্দীপ।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে কবাডি খেলেছেন সন্দীপ নানগাল। শুধু ভারত বা পঞ্জাব নয়, কানাডা, আমেরিকা এবং ইংল্যান্ডেও সুনামের সঙ্গে খেলেছেন তিনি। স্টপারের জায়গায় খেলতেন সন্দীপ। যে কোনও দলে এতটাই অপরিহার্য ছিলেন, কেউ কেউ তাঁকে ‘ডায়মন্ড’ বলেও ডাকতেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।