বাংলা নিউজ > ময়দান > IPL 22: অধিনায়ক তোমার পিওন না: ম্যাককালামকে একহাত প্রাক্তন কেকেআর ব্যাটারের

IPL 22: অধিনায়ক তোমার পিওন না: ম্যাককালামকে একহাত প্রাক্তন কেকেআর ব্যাটারের

ম্যাককালামকে একহাত প্রাক্তন কেকেআর ব্যাটারের (BCCI/IPL)

নিজের ইউটিউব শো'তে এক ভক্তের প্রশ্নের উত্তরে চাঁচাছোলা ভাষায় বাট আক্রমণ করেন ব্রেন্ডন ম্যাককালামকে। তার বক্তব্য বর্তমান কেকেআর কোচ স্রেফ একটি জিনিস জানে তা হল পরিবেশ, পরিস্থিতি, বিপক্ষকে বিচার না করেই আক্রমণাত্মক খেলা খেলতে।

শুভব্রত মুখার্জি: কলকাতা নাইট রাইডার্স দলের বর্তমান অবস্থা একেবারেই ভাল নয়। তাদের প্লে অফে যাওয়া বা না যাওয়া নির্ভর করছে একাধিক ফ্রাঞ্চাইজির পারফরম্যান্সের উপর। দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এই পরিস্থিতিতেই বোমা ফাটিয়েছেন সম্প্রতি। দল নির্বাচনে দলের সিইওর হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তিনি। এমন আবহে এবার দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে একহাত নিয়ে তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন কেকেআর তারকা সলমন বাট।

নিজের ইউটিউব শো'তে এক ভক্তের প্রশ্নের উত্তরে চাঁচাছোলা ভাষায় বাট আক্রমণ করেন ব্রেন্ডন ম্যাককালামকে। তার বক্তব্য বর্তমান কেকেআর কোচ স্রেফ একটি জিনিস জানে তা হল পরিবেশ, পরিস্থিতি, বিপক্ষকে বিচার না করেই আক্রমণাত্মক খেলা খেলতে। বাট বলেন 'ম্যাককালামের সমস্যা রয়েছে। ও একটাই পদ্ধতি জানে খেলার। পিচের দিকেও ও তাকায় না। কত রান আমরা করব। নির্দিষ্ট বিপক্ষ দলের বিরুদ্ধে কত স্কোর করব এসব ও না ভেবেই মুক্তমনে খেলে, তাড়াতাড়ি রান কর। ভয়ডরহীন ক্রিকেট খেলতে গিয়ে ও মাঝেমধ্যে নির্বোধ ক্রিকেট খেলে বসে।'

এরপরেই তার এক ভক্ত তার শো'তে প্রশ্ন তুলে বসেন শ্রেয়স আইয়ারের তার সিইও এবং টিম ম্যানেজমেন্ট সম্বন্ধে বক্তব্যে। তার পরিপ্রেক্ষিতে বাটের মন্তব্য অধিনায়ক তো তোমার কথায় নাচবে না সবসময়। তিনি বলেন 'দলকে তোমার স্বাধীনতা দিতে হবে। যখন তুমি কাউকে অধিনায়ক করবে তখন তাকে স্বাধীনতা দিতে হবে। অধিনায়ককে ভুল করার জায়গাটাও দিতে হবে। অধিনায়ক তো তোমার পিওন নয় তাই না! যাকে সবসময় তোমার কথা শুনে চলতে হবে।'

বন্ধ করুন