বাংলা নিউজ > ময়দান > দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়েই গ্রেম স্মিথের রেকর্ড ভাঙলেন ক্যাপ্টেন কোহলি

দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়েই গ্রেম স্মিথের রেকর্ড ভাঙলেন ক্যাপ্টেন কোহলি

গ্রেম স্মিথের রেকর্ড ভাঙলেন ক্যাপ্টেন কোহলি (ছবি:রয়টার্স) (REUTERS)

গ্রেম স্মিথ, ক্লাইভ লয়েড, রিকি পন্টিংকে পিছনে ফেললেন ক্যাপ্টেন কোহলি। বাইশ গজে নতুন রেকর্ড গড়লেন বিরাট।

গ্রেম স্মিথ, ক্লাইভ লয়েড, রিকি পন্টিংকে পিছনে ফেললেন ক্যাপ্টেন কোহলি। বাইশ গজে নতুন রেকর্ড গড়লেন বিরাট। এমনিতেই সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখেছে বিরাট অ্যান্ড কোম্পানি। বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাট করতে যায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে প্রোটিয়াদের সামনে ৩২৭ রান তোলে ভারত। জবাবে ১৯৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৩০ রানে এগিয়ে থাকে ভারত। 

১৩০ রানে এগিয়ে তাকার সময়েই বাইশ গজে নতুন রেকর্ড গড়েন অধিনায়ক বিরাট কোহলি। আসলে টেস্টে প্রতিপক্ষকে ২০০ রানের মধ্যে আটকে দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন বিরাট কোহলি। বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৯৭ রানে আটকে দেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এই নিয়ে অধিনায়ক বিরাট টেস্টে প্রতিপক্ষকে ৪৯ বার দুশোর মধ্যে অল আউট করেছেন। আর একবার প্রতিপক্ষকে ২০০-র মধ্যে আউট করলেই রেকর্ডের বিচারে ৫০ ছোঁবেন তিনি।

তবে দক্ষিণ আফ্রিকাকে যখন ১৯৭ রানে আটকে দিচ্ছে বিরাটের ভারত, তখন গ্রেম স্মিথের সঙ্গে রেকর্ডের একই আসনে বসেছিলেন বিরাট কোহলি। এদিন প্রোটিয়াদের ২০০-র মধ্যে আটকে স্মিথকে টোপকে গেলেন বিরাট। এর আগে তিনি পিটার মে, ক্লাইভ লয়েড, রিকি পন্টিংদের পিছনে ফেলেছিলেন। দেখে নিন সেই রেকর্ডের তালিকা।

টেস্ট অধিনায়ক যাদের অধীনে একটি দল প্রতিপক্ষকে কতবার ২০০-র নিচে আউট করেছে:

৪৯* - বিরাট কোহলি

৪৮ - গ্রেম স্মিথ

৪০ - পিটার মে

৩৯ - ক্লাইভ লয়েড 

৩৬ - রিকি পন্টিং  

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন