বাংলা নিউজ > ময়দান > 'অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়, ধোনিকেও কোহলির নেতৃত্বে খেলতে হয়েছিল;’ বিরাটকে গম্ভীরের পরামর্শ

'অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়, ধোনিকেও কোহলির নেতৃত্বে খেলতে হয়েছিল;’ বিরাটকে গম্ভীরের পরামর্শ

বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি (ছবি:পিটিআই)

‘ধোনিকেও কোহলির নেতৃত্বে খেলতে হয়েছিল,’ বিরাটকে রানের দিকে নজর দিতে বললেন গম্ভীর।

শনিবার হঠাৎ করেই ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এবার বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে বড় মন্তব্য করলেন। গম্ভীরের মতে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে কারোর জন্মগত অধিকার নেই। নির্দিষ্ট সময়ের পর সেটা অপর একজনের হাতে তুলে দিতে হয়। স্টার স্পোর্টসের গেম প্ল্যান অনুষ্ঠানে এসে গম্ভীর বললেন, 'অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়। মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারকেও বিরাট কোহলির হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিতে হয়েছিল। ধোনিকেও কোহলির নেতৃত্বে খেলতে হয়েছিল। যিনি নিজে তিনবার ICC এবং তিন-চারবার IPL খেতাব জয় করেছেন। আমার মনে হয়, বিরাট কোহলিকে নিজের রান করার দিকেই বেশি করে নজর দেওয়া উচিত। এটাই এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।'

দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজে বিরাট কোহলির রেকর্ড বরাবরই ভালো। এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ৮৬.৮৮ ব্যাটিং গড়ে মোট ৭৮৮ রান করেছেন তিনি। এই কথাটা মাথায় রেখেই বিরাট সমর্থকেরা তাঁর থেকে অন্তত একটা শতরান করার আশা করছেন। সেটা তিনি আদৌ করতে পারবেন কি না, তা ভবিষ্যতই বলতে পারবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২৫ মাস আগে বিরাট কোহলি শেষ শতরানটি করেছিলেন। টেস্ট ক্রিকেটে ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ শতরান করেছিলেন বিরাট কোহলি। ওই সেঞ্চুরির পর কোহলি ক্রিকেটের তিনটে ফর্ম্যাটে মোট ৬২ ইনিংস খেললেও কোনও শতরান করেননি।

বিরাট কোহলিকে নিয়ে বলতে গিয়ে গৌতম গম্ভীর আরও বলেন, 'আপনি যখন দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন, তখন অধিনায়ক হওয়ার স্বপ্ন আপনি কখনই দেখেন না। আপনি দেশের হয়ে ম্যাচ জেতার স্বপ্ন দেখেন। আপনি হয়ত টস করতে যাবেন না কিংবা ফিল্ডিং নিজের মতো করে সাজাতে পারবেন না। এর থেকে বেশি আর কিচ্ছু বদলাবে না। তবে নিজের মনের মধ্যে রানের খিদেটা ধরে রাখা দরকার। কারণ দেশের হয়ে খেলাটা সবসময়ই যথেষ্ট সম্মানের।'

বন্ধ করুন