ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে ল্যাজেগোবরে করল ওয়েল্ট ইন্ডিজ। আর এর বড় কৃতিত্ব রয়েছে জেসন হোল্ডারের। ৩.৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন হোল্ডার। এ দিন টি-টোয়েন্টি কেরিয়ারের সেরা বোলিং করলেন তিনি। আর তাঁর সৌজন্যেই ইংল্যান্ড মাত্র ১০৩ রানে গুড়িয়ে যায়। ব্রিজটাউনে একেবারে দুরন্ত শুরু করল ক্যারিবিয়ান বাহিনী।
টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের। ১০ রানের মধ্যেই ৩ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। তার মধ্যে ২ উইকেটই তুলে নেন জেসন হোল্ডার। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডন সর্বোচ্চ ২৮ রান করেন। ২২ রান করেন আদিল রশিদ। অধিনায়ক ইয়ন মর্গ্যান করে ১৭ রান। ১৪ রান করেন জেমস ভিনস। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছানো দূরের কথা ৫-এর বেশি রানই করতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের ৪ উইকেট ছাড়াও শেলডন কটরেল নিয়েছেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ১ উইকেটে ১০৪ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নেমে ৪৯ বলে অপরাজিত ৫২ রান করেছেন ব্র্যেন্ডন কিং। শাই হোপ ২০ রান করে আদিল রশিদের বলে আউট হন। ২৯ বলে ২৭ করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। ৯ উইকেটে ম্য়াচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
আয়ারল্যান্ডের কাছে ওডিআই সিরিজে ঘরের মাঠে পরাজিত হওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয়টা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে ক্যারিবিয়ানদের। এ দিকে ব্রিটিশ ক্রিকেটে খারাপ সময় কাটছে না। অ্যাসেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাস্তানাবুদ হওয়ার পর এ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেও তাদের ল্যাজেগোবরে হতে হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।