কার্লোস আলকারাজকে রোখা যাচ্ছে না। পরপর টেনিস গ্র্যান্ডস্লাম জিতেই চলেছেন। নোভাক জকোভিচের মতো তারকার বিরুদ্ধেও হেলায় জিতছেন ম্যাচ। আগামী টেনিস প্রজন্মের কাছে কিংবদন্তী হয়ে ওঠার সব মশলাই মজুত রয়েছেন এই স্প্যানিশ তারকার মধ্যে। উইম্বলডন ফাইনালে নামার আগেই কার্লোস আলকারাজ বলেছিলেন, রবিবার দিনটা স্পেনের জন্য খুুব ভালো যাবে। ইউরো কাপ এবং উইম্বলডন, দুই প্রতিযোগিতাতেতই স্পেনের সাফল্যের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কথা রেখেছেন আলকারাজ। তিনি দুরন্ত ফর্মে থেকেছেন উইম্বলডন ফাইনালে, সেই সুবাদে নোভাক জকোভিচের এককভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের নজির এখনও গড়া হয়ে ওঠেনি। নাহলে রবিবারই মার্গারেট কোর্টকে ছাপিয়ে যেতেন সার্বিয়ান টেনিস তারকা। এরই মধ্যে নিজের সাফল্যকে ট্যাটু আকারে শরীরের সঙ্গে লেপ্টে রাখলেন আলকারাজ।
এখনও পর্যন্ত ৪টি গ্র্যান্ডস্লাম ফাইনালে জিতেছেন স্পেনের তারকা কার্লোস আলকারাজ। মাত্র ২১ বছর বয়সেই স্প্যানিশ রাফায়েল নাদালের উত্তরসুরি হয়ে উঠেছেন তিনি। রাফার বিদায়ের পর তাঁর দেশের অন্তত একজন যে স্পেনের ভবিষ্যৎ প্রজন্মের সাফল্য নিশ্চিত করে ফেলেছে তা বলাই যায়। উইম্বলডন জেতার আগেই ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন আলকারাজ। অ্যালেক্সান্ডার জেরেভকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন তিনি। দীর্ঘক্ষণ চলা সেই ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার পর ফের পিছিয়ে পড়েছিলেন স্প্যানিশ তারকা। এরপর ফের এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন আলকারাজ। এরপরই ফরাসি ওপেন জয়কে স্মরণীয় করে রাখতে ফ্রান্সের আইফেল টাওয়ারের ছবি নিজের শরীরে ট্যাটু আকারে করালেন কার্লোস আলকারাজ।
স্পেনের এই তারকা এই প্রথম নয়, এর আগেও গ্র্যান্ডস্লাম জয়ের পর নিজের শরীরে ট্যাটু করিয়েছেন। অর্থাৎ পরপর গ্র্যান্ডস্লাম জয়ের পর যেভাবে তিনি ট্যাটু করিয়ে চলেছেন, তাতে এই ধারা বজায় রাখতে পারলে খুব তাড়াতাড়ি তাঁর সাড়া শরীরেই চারটি গ্র্যান্ডস্লামের শহরের বিভিন্ন কোল্যাজের ট্যাটু দেখতে পাওয়া যাবে তা বলাই যায়। একঝলে দেখে নিন, কার্লোস আলকারেজে পায়ে আঁকা সেই আইফেল টাওয়ারের ছবি। ফরাসি ওপেনজয়ী কার্লোস আলকারাজের পায়ে ট্যাটু আঁকছেন শিল্পি, এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেটপাড়ায়।
প্রসঙ্গত উইম্বলডন ফাইনালেও নোভাক জকোভিচের বিরুদ্ধে দুর্দান্ত জয় পান কার্লোস আলকারাজ। তিন সেটের লড়াইয়ে সার্বিয়ান তারকাকে উড়িয়ে দিয়ে নিজের চতুর্থ গ্র্যান্ডস্লাম জয় করেন ২১ বছর বয়সী এই স্প্যানিশ টেনিস তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।