এটিপি আর ডাব্লুটিএর বিভিন্ন প্রতিযোগিতায় খেলতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে টেনিস খেলোয়াড়দের, এবার বোমা ফাটালেন উইম্বলডন চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। যেভাবা ক্রীড়াসূচি রাখা হচ্ছে,তা টেনিস খেলোয়াড়দের কেরিয়রারের পক্ষে বিপজ্জনক, এমনই মনে করছেন বর্তমান টেনিস বিশ্বের এই সেরা তারকা। তিনি একাই নন, এটিপির প্রতিযোগিতার ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য টেনিস তারকারাও। তাঁদের বক্তব্য একই। টেনিস অনেক বেশি শারীরিক সক্ষমতার খেলা। তাই সেখানে যদি টানা খেলা হতেই থাকে, তাহলে খেলোয়াড়ের শরীরের রেকভারি প্রসেস ঠিকঠাক হয়না। ফলে টেনিস কেরিয়ারেও যা পরবর্তীতে প্রভাব ফেলে।
আরও পড়ুন-‘২৬-৩৪ বছর ক্রিকেটারের সেরা সময়,এরপর’…কেরিয়ার নিয়ে বিরাট-রোহিতকে বার্তা কপিলের…
লেভার কাপের ম্যাচে বেন শেল্টনের বিরুদ্ধে জয়ের পর স্পেনের এই তারকা টেনিস খেলোয়াড় প্রতিযোগিতার আয়োজকদের তোপ দেগেছেন। কার্লোস আলকারাজ বলছেন, ‘অনেকেই ভাবে এই ক্রীড়াসূচিটা হয়ত খুব ভালো। আবার কেউ কেউ মনে করে আরও আবশ্যিক প্রতিযোগিতা আগামী দিনে বাড়বে, যেখানে খেলোয়াড়দের খেলা বাধ্যতামূলক থাকবে। এক প্রকার, তাঁরা আমাদের মেরে ফেলছে। বর্তমানে খেলোয়াড়দের এত চোটের কারণ এত ব্যস্ত ক্রীড়াসূচি। কিন্তু একটা সময় আসবে যখন খেলোয়াড়দেরও নিজের পরিবার এবং নিজের শরীরে কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। কিছু প্রতিযোগিতা তখন নাও খেলতে পারে খেলোয়াড়রা’।
আরও পড়ুন-হাঁটুতে বড় চোট! অস্ত্রোপচার টের স্টেগেনের…২০২৪-এ আর নামা হবে না বার্সা তারকার…
সিঙ্গলসের ম্যাচে শেল্টনকে ৬-৪, ৬-৪ ফলে হারিয়ে দেন কার্লোস আলকারাজ। তবে এরপর আলেক্সান্ডার জেরেভকে সঙ্গে নিয়ে হেরে যান ডবলসের ম্যাচে। মার্কিন জুটি টেলর ফ্রিটজ,বেন শেল্টনের কাছেই হারেন তাঁরা। এরপর আলকারাজ ম্যাচ নিয়ে বলেন, ‘এই ম্যাচটা খুবই কঠিন ছিল দুজনেরই কাছে। আমি খুব খুশি সিঙ্গলসের ম্যাত জিততে পেরে, কারণ এই প্রতিযোগিতার মান খুবই উন্নত। ওর মতো খেলোয়াড়ের বিরুদ্ধে ভালো খেলাটা খুবই জরুরি ছিল, কারণ ওর সার্ভ খুবই ভালো আর ও খুব অপ্রত্যাশিত পারফরমেন্স করে থাকে। হঠাৎ করেই প্রায় ২২০ কিমির গতিবেগে সার্ভ করতে পারে, এটা সবাই পারে না। আমি জানতাম আমিও সুযোগ পাব, ধৈর্য্য ধরেছিলাম। সেটাই কাজে লাগিয়েছি শেষ পর্যন্ত ভালোভাবে’।
আরও পড়ুন-শুধু ক্রিকেটার নন, বুমরাহ এখন মেন্টরও! ‘ওর মতো হওয়া সহজ নয়’, বলছেন আকাশদীপ…
প্যারিস অলিম্পিক্সের ফাইনালে হারের পর থেকেই ফর্মের ধারে কাছে নেই স্প্যানিশ তারকা। সেই নিয়েও মুখ খুলেছেন আলকারাজ। তাঁর কথায়, ‘এই মরশুমটা বেশ কঠিন গেছে। অন্যান্য খেলোয়াড়দের থেকে আমি কম প্রতিযোগিতায় খেললেও, ম্যাচ অনেক বেশি খেলতে হয়েছে আমায়। এখনকার মরশুম অনেক দীর্ঘ, তাই শারীরিক মানসিকভাবে চ্যালেঞ্জিং। এই প্রতিযোগিতাগুলো খেলায় থাকতে সাহায্য করে ’। যদিও শেষ পর্যন্ত লেভার কাপ চ্যাম্পিয়ন হয় কার্লোস আলকারাজ, অ্যালেক্সান্ডার জেরেভ, ডানিল মেদভেদেভদের ইউরোপিয়ান শিবিরই। কারণ রবিবার আকারাজ-ক্যাসপার রুড জুটি হারিয়ে দেয় মার্কিন ফ্রানসিস টিয়াফো-টেলর ফ্রিটজ জুটিকে। ডবলসের সেই ম্যাচে খেলার ফল ছিল ৬-২, ৭-৬ ইউরোপিয়ান জুটির পক্ষে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।