বাংলা নিউজ > ময়দান > WPL-এর শুরুতেই হয়তো মুখোমুখি আম্বানি-আদানি, লড়াই হতে পারে ৪ মার্চ DY Patil-এ

WPL-এর শুরুতেই হয়তো মুখোমুখি আম্বানি-আদানি, লড়াই হতে পারে ৪ মার্চ DY Patil-এ

মহিলা প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে।

বাস্তবে মেয়েদের আইপিএলের প্রথম লড়াইটি হতে চলেছে মুকেশ আম্বানি বনাম গৌতম আদানির মধ্যে। ভারতীয় কর্পোরেটের দু'টি বড় নাম এবং তর্কাতীত ভাবে ভারত ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে লড়াই দিয়েই উদ্বোধন হবে মেয়েদের আইপিএলে।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) জন্য একটি ব্লকবাস্টার উদ্বোধনের পরিকল্পনা করছে। একটি প্রাথমিক ক্রীড়াসূচি ইতিমধ্যে টিম কর্তৃপক্ষদের কাছে পাঠানো হয়েছে। প্রথম ম্যাচটি সম্ভবত ৪ মার্চ (শনিবার) হতে পারে। মুখোমুখি হতে পারে টিম মুম্বই এবং টিম আমেদাবাদ।

হয়তো আর পাঁচটি টুর্নামেন্টের মতোই দুই দলের ওপেনিং ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের অভিষেক হতে চলেছে। হয়তো বিপুল উত্তেজনাও থাকবে। তবে এর অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু বিশাল। বাস্তবে মেয়েদের আইপিএলের প্রথম লড়াইটি হতে চলেছে মুকেশ আম্বানি বনাম গৌতম আদানির মধ্যে। ভারতীয় কর্পোরেটের দু'টি বড় নাম এবং তর্কাতীত ভাবে ভারত ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে লড়াই দিয়েই উদ্বোধন হবে মেয়েদের আইপিএলে।

আরও পড়ুন: পাক বোলিংয়ের ধারা নকল করে ভারত উন্নতি করছে- আজব দাবি প্রাক্তন PCB চেয়ারম্যানের

এটি একটি উত্তেজনায় ভরা লড়াই হতে পারে। সংযুক্ত আরব আমিরশাহিতে আইএলটি-টোয়েন্টির আয়োজকেরাও আম্বানি বনাম আদানির লড়াইয়ের জোরদার প্রচার করেছিল। দুই ধনী ব্যক্তির দলই রয়েছে এই টুর্নামেন্টে। ২৭ জানুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচটি ভেস্তে যায়। তবে সম্প্রতি আবুধাবিতে ফিরতি ম্যাচে আদানি গাল্ফ জায়ান্টসরা হারিয়ে দেয় আম্বানির এমআই এমিরেটসকে।

মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মেয়েদের প্রিমিয়ার লিগে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছেে বিসিসিআই-এর। পাঁচটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম আসরে মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে লিগ রাউন্ডের ম্যাচগুলো চলবে ২১ মার্চ পর্যন্ত। টুর্নামেন্ট হবে শুধুমাত্র মুম্বইয়ে।

আরও পড়ুন: ফের রঞ্জির সেমিতে মুখোমুখি বাংলা-মধ্যপ্রদেশ, মনোজরা কি পারবেন গতবারের বদলা নিতে?

একদিকে আইপিএলের ১০টি দল যখন হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে খেলবে, তখন মহিলা আইপিএলের প্রথম মরশুমে সমস্ত ম্যাচ শুধুমাত্র মুম্বইয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে,পুরো টুর্নামেন্টটি শুধুমাত্র ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া অর্থাৎ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে।

টুর্নামেন্টের ফর্ম্যাট সম্পর্কে বলতে গেলে, আইপিএলের মতোই প্রতিটি দল বাকি দলের বিপক্ষে দু'টি করে ম্যাচ খেলবে। তবে প্লে অফ রাউন্ডে ফাইনালের আগে শুধুমাত্র একটি এলিমিনেটর ম্যাচ খেলা হবে। যে নিয়মটি আইপিএলের মতো নয়। গ্রুপ রাউন্ডের পরে পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে প্রবেশ করবে এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল ফাইনালের জন্য একটি এলিমিনেটর খেলবে। এলিমিনেটর ম্যাচটি ২৪ মার্চ খেলা হওয়ার কথা। যেখানে প্রথম মরশুমের ফাইনাল হবে ২৬ মার্চ। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুজোয় একটু মিষ্টিমুখ না হলে চলে ? বাড়িতেই বানিয়ে নিন নবদ্বীপের মিষ্টি দই ১২ বছরেও MBBS-এ পাশ করতে পারেনি, তার ‘চিকিৎসায়’ মারা গেল রোগী সপ্তমীর সকালেই বুধের প্রবেশ শুক্রের ঘরে, ৭ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে এক আকাশের নিচের সময়ও অভিনেত্রীদের হেনস্থা করতেন অরিন্দম! দাবি স্বস্তিকার পুজোর আগে রোজভ্যালির কয়েক কোটি টাকা ফেরত, কত করে পেলেন আমানতকারীরা? আমরা একটা পরিবার; ‘মিনি ডার্বির’ আগে বার্তা মহামেডানের মেসির দেশের ফরওয়ার্ডের 'CTRL'-এর স্ক্রিনিংয়ে অনন্যার প্রিয়বন্ধু সুহানার চমক! পাশে দাদা আরিয়ান পুজোর পোশাকের সঙ্গে পারফেক্ট দুল খুঁজে হয়রান? জেনে নিন সাজগোজের কিছু সহজ টিপস পুজোয় কেবল আয়েশ আর ভুরিভোজের প্ল্যান? ২রাত্তির কাটিয়ে আসুন বেলুন জলবাড়ি থেকে সপ্তমীতে ছোঁড়া হয় ৫ রাউন্ড গুলি! মালদার এই দুর্গাপুজোয় বিশেষ কারণে এই রীতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.