বাংলা নিউজ > ময়দান > PV Sindhu-র আবেদন মঞ্জুর করে পাশে দাঁড়াল কেন্দ্রীয় সরকার

PV Sindhu-র আবেদন মঞ্জুর করে পাশে দাঁড়াল কেন্দ্রীয় সরকার

পিভি সিন্ধু। ছবি- পিটিআই 

কিছু দিন আগেই কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করেন পিভি সিন্ধু। তাঁর আবেদন মঞ্জুর করল কেন্দ্রীয় ক্রীড়া দফতর।

ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবার সরকারি সাহায্য পেতে চলেছেন। কিছুদিন আগেই তিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন বিদেশে খেলতে গেলে তাঁর কোচ ও ট্রেনারের খরচ যাতে সরকার বহন করে। বৃহস্পতিবার সিন্ধুর এই আবেদন মঞ্জুর করেছে কেন্দ্র। তাঁর কোচ ও ট্রেনারের সব খরচ বহন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

সিন্ধুর কোচ বিধি চৌধুরী এবং ফিটনেস ট্রেনার শ্রীকান্ত মাদাপল্লী এই দুইজনেরই ভিসার খরচ, বিমান ভাড়া, থাকা-খাওয়ার খরচ, আনুসঙ্গিক খরচ এবং দৈনিক ভাতা সহ সব কিছুই বহন করবে সরকার। এমনটাই জানা গিয়েছে।

অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ এবং স্প্যানিশ মাস্টার্স খেলতে বিদেশে যাবেন পিভি সিন্ধু। এই দুই টুর্নামেন্টের জন্য তাঁর সঙ্গে কোচ ও ট্রেনার যাবে। ফলে তাদের খরচ বহনের জন্য আবেদন করেন তিনি। তাঁর এই আবেদন মঞ্জুর করেছে যুব এবং ক্রীড়া মন্ত্রক। সিন্ধুর কোচ ও ট্রেনারের ব্যয় বরাদ্দ করা হয়েছে অলিম্পিক সেল প্রকল্পে। এখন অনেকটাই স্বস্তিতে বিদেশে খেলতে যেতে পারবেন তিনি।

শুধু সিন্ধুই সরকারের এই স্কিমে সাহায্য পেতে চলেছেন এমনটা একেবারেই নয়। সিন্ধুর মতো শুটার আশিস ভানওয়ালাও সরকারের কাছে আবেদন করেন তাঁর পাশে দাঁড়ানোর জন্য। তিনি জার্মান কোচ রালফ সুমানের কাছে প্রশিক্ষণ নিতে যাবেন। জার্মানিতে যাওয়া, আসা, থাকা, খাওয়া এবং কোচের বেতন যাতে সরকার বহন করে সেই জন্য তিনিও আবেদন করেছিলেন। বৃহস্পতিবার ব্যাডমিন্টন খেলোয়াড় সিন্ধুর আবেদনের পাশাপাশি শুটার আশিসের আবেদনও মঞ্জুর করা হয়েছে। আশিস বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে পদকজয়ী। তিনি মার্চের শেষ সপ্তাহে ২৮ দিনের জন্য জার্মানিতে প্রশিক্ষণ নিতে যাবেন।

কেন্দ্রীয় সরকার যাদের অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা রয়েছে এমন ক্রীড়াবিদদের আর্থিক সহযোগিতা করে কেন্দ্রীয় সরকার। তাঁদের সেরা প্রস্তুতির সুযোগ দিতে এবং বিদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে এই সাহায্য করা হয়ে থাকে। এবার সরকারের এই সাহায্য পেতে চলেছেন সিন্ধু এবং আশিস।

বন্ধ করুন