বাংলা নিউজ > ময়দান > Champions League: কোয়ার্টারে বায়ার্নের মুখে PSG, রিয়াল খেলবে লিভারপুলের বিরুদ্ধে

Champions League: কোয়ার্টারে বায়ার্নের মুখে PSG, রিয়াল খেলবে লিভারপুলের বিরুদ্ধে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লোগো ও ট্রফি।

শেষ আটে তুলনায় সহজ প্রতিপক্ষ ম্যান সিটি ও চেলসির।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই পিএসজির সামনে। শেষ আটে শক্ত বাধা টপকাতে হবে রিয়াল মাদ্রিদকেও।

শুক্রবার অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লটারি। সেখানেই নির্ধারিত হয়ে যায় সেমিফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে কারা সম্মুখসমরে নামবে কোন দলের বিরুদ্ধে। স্থির হয়ে যায় সেমিফাইনাল ও ফাইনালের রূপরেখাও।

কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে প্যারিস সাঁ-জা। বার্সেলোনাকে প্রি-কোয়ার্টারে ছিটকে দিলেও শেষ আটে বায়ার্ন যে শক্ত ঠাঁই, তা বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয় প্যারিসের।

অপর কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি খেলবে বরুশিয়া ডর্টমুণ্ডের বিরুদ্ধে। দুই পর্বের ফলাফলের নিরিখে বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন বনাম পিএসজি ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।

অন্য অর্ধে রয়েছে রিয়াল মাদ্রিদ। তারা কোয়ার্টারে মাঠে নামবে প্রিমিয়র লিগ জায়ান্ট লিভারপুলের বিরুদ্ধে। অন্যদিকে শেষ কোয়ার্টার ফাইনালে চেলসি মুখোমুখি হবে জুভেন্তাসকে ছিটকে দেওয়া পোর্তোর। এই দু'টি কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল পরস্পরের বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ:-

১. বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি।

২. ম্যাঞ্চেস্টার সিটি বনাম বরুশিয়া ডর্টমুণ্ড।

৩. রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল।

৪. চেলসি বনাম পোর্তো।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন