বায়ার্ন মিউনিখ বনাম ডায়নামো জাগ্রেব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোলের সুনামি। ১১ গোলের ধুন্ধুমার লড়াইয়ে একাধিক রেকর্ডের ভাঙা গড়া চোখে পড়ে। তবে ম্যাচে একাই চারটি গোল করা হ্যারি কেন গড়ে ফেলেন অনবদ্য এক ব্যক্তিগত নজির। এক্ষেত্রে তিনি ভেঙে দেন ওয়েন রুনির সর্বকালীন রেকর্ড।
বায়ার্ন মিউনিখ বনাম ডায়নামো জাগ্রেব
ঘরের মাঠে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগ্রেবের মুখোমুখি হয় বুন্দেশলিগা জায়ান্ট এফসি বায়ার্ন মিউনিখ। ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে নেয় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে মোট ৮টি গোল হয়, যার মধ্যে জাগ্রেব দু'বার বল জড়ায় বায়ার্নের জালে। শেষমেশ ৯-২ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বায়ার্ন।
হ্যারি কেনের রেকর্ড
হ্যারি কেন বায়ার্নের হয়ে একাই চারটি গোল করেন। যদিও তাঁর ৩টি গোল আসে পেনাল্টি থেকে। ম্যাচের ১৯, ৫৭, ৭৩ ও ৭৮ মিনিটে জাগ্রেবের জালে বল জড়ান হ্যারি। সেই সুবাদে তিনি ওয়েন রুনিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে বেশি গোল করা ইংল্যান্ডের ফুটবলারে পরিণত হন। রুনি চ্যাম্পিয়ন্স লিগে মোটে ৩০টি গোল করেছেন। হ্যারি কেন এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৩টি গোল করে ফেললেন।
বায়ার্নের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন অলিস (৩৮ ও ৬১ মিনিটে)। এছাড়া ১টি করে গোল করেন গুয়েরেইরো (৩৩ মিনিটে), সেন (৮৫ মিনিটে) ও গোরেৎজকা (৯০+২ মিনিটে)। জাগ্রেবের হয়ে ১টি করে গোল করেন পেটকোভিচ (৪৯ মিনিটে) ও তাকুয়া (৫০ মিনিটে)।
রিয়াল মাদ্রিদ বনাম স্টুটগার্ট
চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে পরাজিত করে স্টুটগার্টকে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। ৪টি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। রিয়ালের হয়ে ১টি করে গোল করেন এমবাপে (৪৬ মিনিটে), রুডিগার (৮৩ মিনিটে) ও এন্ড্রিক (৯০+৫ মিনিটে)। স্টুটগার্টের হয়ে এক মাত্র গোলটি করেন আন্দাভ (৬৮ মিনিটে)।
লিভারপুল বনাম এসি মিলান
লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-১ গোলে পরাজিত করে এসি মিলানকে। প্রথমার্ধে লিভারপুল লিড নেয় ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে মিলানের ঘাড়ে আরও একটি গোল চাপিয়ে দেয় তারা। ম্যাচের ৩ মিনিটের মাথায় মিলানের হয়ে গোল করেন পুলিসিচ। লিভারপুলের হয়ে ১টি করে গোল করেন কোনাতে (২৩ মিনিটে), ভ্যান ডাইক (৪১ মিনিটে) ও ডমিনিক (৬৭ মিনিটে)।
স্পোর্টিং সিপি বনাম লিল
পর্তুগালের স্পোর্টিং সিপি ২-০ গোলে পরাজিত করে লিলকে। ম্যাচের দুই অর্ধে ১টি করে গোল করে স্পোর্টিং। ৩৮ মিনিটে গোল করেন ভিক্টর। ৬৫ মিনিটে গোল করেন ডেবাস্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।