চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে উভয় লেগেই জয়ী হয়ে শেষ চারে পা রাখল রিয়াল। শেষ আটের দ্বিতীয় লেগে রদ্রিগোর জোড়া গোলে মঙ্গলবার চেলসিকে ২-০ হারিয়ে দিল তারা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জয়ী হয়ে ১৬তম বার চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠল রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে নাপোলির সঙ্গে ড্র করে দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠল এসি মিলান। শেষ আটের দ্বিতীয় লেগে অবশ্য জয় পায়নি এসি মিলান। তবে প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকার কারণে মঙ্গলবার ১-১ গোলে ড্র করেও সেমিফাইনালে পৌঁছে গেল এসি মিলান। এর ফলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলার স্বপ্ন এখনও অধরা থাকল নাপোলির।
রিয়াল মাদ্রিদ বনাম চেলসির ম্যাচের কথা বললে নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় পরে অনেকটাই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। জয় তো দূর, ড্র কিংবা ১-০ গোলে হারলেও সেমিফাইনালে পৌঁছে যেত কার্লো আনচেলেত্তির ছেলেরা। বিপরীতে পাহাড়সম চাপ মাথায় মাঠে নেমেছিল চেলসি। অবশ্য ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বেশ ছন্দময় ফুটবল উপহার দিয়েছিল চেলসি। নিজেদের মাঠে বেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিল তারা। প্রথমার্ধে বেশ সাজানো ফুটবল খেলেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছিল তারা।
আরও পড়ুন… আইপিএল-এ নিজের প্রথম উইকেট শিকার করে কী বললেন অর্জুন তেন্ডুলকর?
প্রথমার্ধ গোল শূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধেই নিজেদের খুঁজে পায় রিয়াল মাদ্রিদ। মাঠে নেমেই আক্রমণ করতে থাকে তারা। ম্যাচের ৫৮তম মিনিটে গোলও পেয়ে যায় রিয়াল। ভিনিসিউসের পাস থেকে গোল করেন রদ্রিগো। ততক্ষণে ম্যাচে ১-০ ও দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৮ মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যেতে পারতো তারা। তবে আরও একবার হতাশ করেন করিম বেঞ্জেমা। রদ্রিগো ও ভিনিসিয়াস মিলে সুযোগ তৈরী করে দেন তাঁকে, তবে মাত্র ছয় গজ দূরে থেকেও বেঞ্জেমা গোল করতে পারেননি। তবে আশি মিনিটে নিজেদের দ্বিতীয় গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই গোলও আসে রদ্রিগোর পা থেকে। যদিও বলে পা ছুঁয়ে জালের দিশা পাইয়ে দিয়েছেন রদ্রিগো, তবে চেলসির রক্ষণ ভেঙে এখানে বড় অবদান ছিল এন্তোনিও রুডিগার ও ভালভার্দের। এরপর আর কোনও গোল না হওয়ায় ০-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। যা তাদের পৌঁছে দেয় রেকর্ড ১৬তম বার চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে। দ্বিতীয় সর্বোচ্চ ১২বার করে শেষ চারে উঠেছে বার্সালোনা ও বায়ার্ন মিউনিখ।
আরও পড়ুন… WTC Final-এর জন্য দল ঘোষণা অজিদের, চার বছর বাদে ফিরলেন তারকা অলরাউন্ডার
এ দিনের অন্য ম্যাচে নাপোলির স্বপ্ন ভেঙে দিল এসি মিলান। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নাপোলি। তবে তাতেই বাঁধে বিপত্তি, ২১তম মিনিটে অযথা ফাউল করে এসি মিলানকে উপহার দিয়ে বসে পেনাল্টি। যদিও জিরুদের স্পট কিক দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে রক্ষা করেন গোলরক্ষক আলেক্স মেরেত। ম্যাচের ৪৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এই ফরাসি ফরোয়ার্ড। এরপরে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে মুহুর্মুহু। ৮০তম মিনিটে মিলানের ডি-বক্সে ফিকায়ো তোমোরির হাতে বল লাগলে সুবর্ণ সুযোগ পেয়ে যায় নাপোলি। কিন্তু জর্জিয়ান ফরোয়ার্ড খাভিচা কাভারাৎসখেলিয়ার পেনাল্টি শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক মাইক মিয়াঁ। আর তাতেই যেন সেমিফাইনাল স্বপ্ন ভেঙে যায় নাপোলির৷ অন্যথায় হয়তো গল্পটা অন্যরকম হলে হতেও পারতো! ম্যাচে এক্সট্রা টাইমের তৃতীয় মিনিট সময়ে হেডে নাটকীয় এক গোল করেন নাইজেরিয়ার স্ট্রাইকার ওসিমহেন। কিন্তু খাভিচার সেই পেনাল্টি মিসের কারণে শেষ পর্যন্ত এই গোল কেবল সান্ত্বনাসূচক গোলই হয়েই থেকে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।