বাংলা নিউজ > ময়দান > Charlie Dean reacts on mankading: ‘এবার থেকে ক্রিজের ভিতরে থাকব’, প্রতিজ্ঞা দীপ্তির হাতে মানকাডিং হওয়া ইংরেজের

Charlie Dean reacts on mankading: ‘এবার থেকে ক্রিজের ভিতরে থাকব’, প্রতিজ্ঞা দীপ্তির হাতে মানকাডিং হওয়া ইংরেজের

দীপ্তি শর্মার মানকাডিং এবং চার্লি ডিন। (ছবি সৌজন্যে টুইটার এবং রয়টার্স)

Charlie Dean reacts on Deepti Sharma mankading: দীপ্তি শর্মার হাতে মানকাডিং হওয়া ইংরেজ খেলোয়াড় চার্লি ডিন বলেন, 'আমার মনে হয়, এবার থেকে ক্রিজের ভিতরে থাকব (মানকাডিং অবশ্য উচ্চারণ করেননি)।'

মেরেকেটে ৪৮ ঘণ্টা আগে মানকাডিং হয়েছেন। তারপর থেকে স্পিরিট বনাম আইন নিয়ে বিতর্ক চলছে। তারইমধ্যে মানকাডিং নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের ক্রিকেটার চার্লি ডিন। বললেন, ‘এবার থেকে ক্রিজের ভিতরে থাকব।’

সোমবার একটি ইনস্টাগ্রামে পোস্টে ইংরেজ ক্রিকেটার চার্লি বলেন, 'গ্রীষ্মের শেষটা বেশ আকর্ষণীয় হল। ইংল্যান্ডের জার্সি পরে লর্ডসে খেলতে পেরে গর্ববোধ করছি। আমার মনে হয়, এবার থেকে ক্রিজের ভিতরে থাকব (মানকাডিং অবশ্য উচ্চারণ করেননি)।' যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

গত শনিবার লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচে চার্লিকে মানকাডিং (এখন মানকাডিং বলা হয় না, রান-আউট বলা বয়) করেন দীপ্তি শর্মা। ৪৪ তম ওভারের তৃতীয় বলে চার্লিকে মানকাডিং করেন ভারতীয় অল-রাউন্ডার। যিনি বল করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন চার্লি। পিছন ঘুরে দীপ্তি স্টাম্প ভেঙে দিয়েছিলেন। আইনসিদ্ধ হওয়ার কারণে স্বভাবতই আউট দিয়ে দেন আম্পায়ার। তার ফলে ১৬ রানে ম্যাচ জিতে যায় ভারত। সেইসঙ্গে হোয়াইটওয়াশ করে দেয় ইংল্যান্ডকে।

আরও পড়ুন: 'সাফাইয়ে মিথ্যা বলার দরকার নেই', মানকাডিং নিয়ে ভারতকে কটাক্ষ ইংল্যান্ডের ক্যাপ্টেনের

সেই মানকাডিং নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। স্পিরিটের বুলি আওড়াতে থাকেন ইংরেজদের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের কেউ কেউ। মানকাডিংয়ের বিষয়টি আইনসিদ্ধ হওয়া সত্ত্বেও স্পিরিটের দোহাই দিতে থাকেন ‘চূড়ান্ত সততার প্রতীক’ ইংরেজদের প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের। যে দলের অ্যামি জোনসের ক্যামেরায় ‘জোচ্চুরি’ ধরা পড়েছিল। দু'বছর আগের সেই 'জোচ্চুরির' ভিডিয়ো মানকাডিং কাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

দীপ্তির প্রতিক্রিয়া

সোমবার কলকাতায় ফিরে ভারতের তারকা অল-রাউন্ডার দীপ্তি বলেন, ‘আমাদের ওটা (মানকাডিং) পরিকল্পনা ছিল। ও বারবার (ক্রিজের বাইরে বেরিয়ে যাচ্ছিল)। আমরা ওকে সতর্কও করেছিলাম। যা নিয়ম ও আইন আছে, সেভাবেই আমরা করেছি। আম্পায়ারকেও বলেছিলাম আমরা। কিন্তু তারপরও ক্রিজ থেকে বেরিয়ে এসেছিল। তাই আমাদের কিছু করার ছিল না।’

আরও পড়ুন: 'সচিন করলে লাকি'! ব্যাটে লাগার পর না হাঁটা নিয়ে তেন্ডুলকারকে শিখণ্ডী করলেন ব্রড

যদিও দীপ্তির সেই মন্তব্যের পর দীপ্তি এবং ভারতীয় দলকে মিথ্যাবাদী বলেছেন ইংরেজ অধিনায়ক হেথার। তিনি বলেন, ‘নাইট রান-আউট করার সিদ্ধান্তে যদি ভারতের কোনও সমস্যা না থাকে, তাহলে সতর্কতা দেওয়া নিয়ে মিথ্যে বলে সাফাই দেওয়ার দরকার নেই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা ‘ঘৃণায় ভরপুর! ভারতকে অপমান করছে,’ নাম না করে ফের রাহুলকে একহাত নিলেন মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.