শুভব্রত মুখার্জি
সম্প্রতি ঘরোয়া লিগ ইপিএলে বড় ব্যবধানে হারের সম্মুখীন হয়েছিল চেলসি। তাদের ২-৫ গোলে পর্যুদস্ত করেছিল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। থিয়েগো সিলভা রেড কার্ড দেখার পরে তুচেলের প্রশিক্ষণপ্রাপ্ত চেলসি সেদিন তাদের প্রথম হারের সম্মুখীন হয়েছিল। তবে সেই ব্যর্থতা তারা তাদের পরের ম্যাচেই ঝেড়ে ফেলল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে গেল চেলসি।
ভারতীয় সময় বুধবার রাতে ২-০ গোলে জয় পেল টমাস তুচেলের দল। সেভিয়ায় ম্যাচের ৩২তম মিনিটে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় চেলসি। জর্জিনিয়োর পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোল করে দলকে এগিয়ে দেন মাউন্ট। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।
ম্যাচের ৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে ফাঁকা জালে তা জড়িয়ে দেন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। আগামী মঙ্গলবার ফিরতি লেগে ফের মুখোমুখি হবে দু'দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।