ডিসেম্বর মাসটা এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মন খারা হতে শুরু করে। ২০০৪ সালের সেই অভিশপ্ত ফেডারেশন কাপ ফাইনালের কথা মনে পড়ে যায় অনেকের। যেখানে ডেম্পোর সঙ্গে মোহনবাগানের ফাইনাল ম্যাচে এক ব্রাজিলিয়ান জোড়া গোল করে দলকে জেতানোর পরে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
এলসিনহোর চোটে চিন্তিত ভারতীয় ফুটবল-
সেই ঘটনারই প্রায় ২০ বছর পর আরও একবার ডিসেম্বর মাসেই ভারতীয় ফুটবলের সমর্থকদের বুকটা ধরাস করে উঠেছিল ১১ তারিখ অর্থাৎ বুধবার। আইএসএলে হায়দরাবাদ এফসি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচেই মাথায় গুরুতর আঘাত লাগে ব্রাজিলিয়ান ফুটবলার এলসিনহোর ,সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই বিদেশি।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
মাঠেই চোট এলসিনহোর-
চেন্নাইয়িন এফসির ডিফেন্সের খেলেন ৩৩ বছর বয়সী এলসিনহো। আগে খেলতেন জামশেদপুর এফসির হয়েও। ম্যাচে ৬০ মিনিট নাগাদ হায়দরাবাদ এফসির আক্রমণ প্রতিহত করতে যান তিনি। সেই সময়ই তাঁর রক্ষণভাগের সতীর্থ দিনপুইয়ার সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর, এরপরই মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
বল ক্লিয়ার করতে গিয়ে সংঘর্ষ-
আসলে দিনপুইয়া এবং এলসিনহো, দুজনেই বলের দিকে তাকিয়ে ছিলেন। হায়দরাবাদ এফসির উইলমার জর্ডন গিল এবং এডমিলসন কোরিয়াও গোলের জন্যই ঝাঁপাচ্ছিলেন। সেই সময়ই বল ক্লিয়ার করতে যান দিনপুইয়া এবং এলসিনহো, তখনই দিনপুয়ার শরীরে এলসিনহোর মাথার সঙ্গে ধাক্কা লাগে, এরপরই ব্যথায় এবং আকস্মিকতায় মাটিতে পড়ে যান ব্রাজিলিয়ান স্টপার।
এলসিনহোর মেডিক্যাল টেস্ট হবে-
৩৫ মিনিটে চেন্নাইয়িন এফসির ডিফেন্ডার রায়ান এডওয়ার্ডসের পরিবর্তে এলসিনহোকে মাঠে নামিয়েছিলেন তাঁদের কোচ ওয়েন কোল। শেষ পর্যন্ত চেন্নাইয়িন এফসি ১-০ গোলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে। আপাতত এলসিনহোকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে বিভিন্ন মেডিক্যাল টেস্টের জন্য। স্ক্যান, এমআরআই করে দেখা হবে তাঁর ঘাড়ে কোনও বড় চোট লেগেছে কিনা। তবে যেটা খারাপ বিষয়, তা হল হায়দারাবাদের ফুটবলাররা স্পোর্টিং স্পিরিট দেখাননি। দুই ফুটবলার প্রতিপক্ষ দলের পড়ে আছেন বক্সে, দেখার পরেও তাঁরা গোলে শট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।