
নিবার্চন কমিটির চেয়ারম্যান হলেন চেতন শর্মা, প্যানেলে এলেন মোহান্তি, কুরুভিল্লা
১ মিনিটে পড়ুন . Updated: 24 Dec 2020, 09:21 PM IST- সুযোগ পেলেন না অজিত আগরকর
জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন ভারতীয় পেসার চেতন শর্মা। এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। এছাড়াও দুই প্রাক্তন পেসার আবে কুরুভিল্লা ও দেবাশীষ মোহান্তি এলেন পাঁচ সদস্যের নির্বাচন কমিটিতে। এছাড়াও প্যানেলে আছএন সুনীল যোশী ও হরবিন্দর সিং।
কাকতালীয় ভাবে এই পাঁচজন প্রাক্তন ক্রিকেটারই বোলার। চেতন শর্মা ভারতের হয়ে ২৩টি টেস্ট ও ৬৫টি ওডিআই খেলেছিলেন। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক নেন তিনি। ১৯৮৩ সালে মাত্র ১৭ বছর বয়সে ওডিআই ক্রিকেটে অভিষেক হয় তাঁর। একবছর বাদে তিনি টেস্টে সুযোগ পান। বিসিসিআই সংবিধান অনুযায়ী, সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারই হন নির্বাচন কমিটির প্রধান। সেই জন্যই দায়িত্ব পেলেন চেতন শর্মা।
এবার নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন অজিত আগরকর, রণদেব বসু সহ অনেকে। এটা মনে করা হয়েছিল ভারতের জন্য দুশোর বেশি ম্যাচ খেলা আগরকর হবেন নির্বাচকমণ্ডলীর প্রধান। কিন্তু মদন লাল, আরপি সিংয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি তাঁকে নির্বাচক হিসেবে বেছে নেয়নি। এক বছর বাদে নির্বাচকদের মূল্যায়ন করবে এই কমিটি।