শুভব্রত মুখার্জি: দিল্লিতে বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্ট হতে চলেছে ভারতের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার চেতেশ্বর পূজারার ক্রিকেট ক্যারিয়ারে মাইলস্টোন টেস্ট। নিজের ক্রিকেট ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচটি খেলবেন পূজারা। তার আগে দেখা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। নরেন্দ্র মোদীকে এ দিন ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান তিনি। পূজারাকে তাঁর ১০০তম টেস্টে খেলতে নামার আগে শুভেচ্ছা জানিয়েছেন মোদীও।
আরও পড়ুন: পাকিস্তান ম্যাচে ভালো পারফরম্যান্স- ICC T20I Ranking-এ বড় লাফ দিলেন জেমিমা-রিচা
ভারতের টেস্ট ইতিহাসে পূজারা ১৩তম ভারতীয় ক্রিকেটার, যিনি ১০০ টেস্ট খেলার নজির গড়তে চলেছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। যিনি তাঁর ক্রিকেট ক্যারিয়ারে খেলেছিলেন ২০০টি টেস্ট।
আরও পড়ুন: গুজরাট বনাম মুম্বই ম্যাচ দিয়ে ৪ মার্চ শুরু WPL, আছে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ
উল্লেখ্য, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অভিষেক হয়েছিল পূজারার। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা- পূজারা এই দুটো জিনিসকে সব সময়ে তাঁর ক্রিকেট ক্যারিয়ারে গুরুত্ব দিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে পূজারা টুইটে লিখেছেন, ‘আমার কাছে এটা খুব গর্বের বিষয় যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সুযোগ পেয়েছি। আমি চিরকাল এই বার্তা মনে রাখব। চিরকাল এই আলাপ-আলোচনা মনে রাখব। আমার ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামার আগে আমাকে যে উৎসাহ দিয়েছেন, তাতে আমি উপকৃত হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।’
টেস্টে পূজারার ঝুলিতে রয়েছে ৭০২১ রান। ৯৯ টি টেস্টে রয়েছে ১৯ টি শতরান এবং ৩৪ টি অর্ধশতরান। পাশাপাশি রয়েছে তিনটি ত্রিশতরানও।
অরুণ জেটলি স্টেডিয়ামেও নাগপুরের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে ভারত। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩২ রানে উড়িয়ে দেওয়ার পরে দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে জিততে মরিয়া ভারত। ভারতীয় সমর্থকদের জন্য সুখবর,ফিট হয়ে গিয়ে শ্রেয়স আইয়ার যোগ দিচ্ছেন দলের সঙ্গে। বেঙ্গালুরুতে রিহ্যাব শেষ করে বিসিসিআইয়ের মেডিক্যাল বোর্ডের সামনে পরীক্ষা দিয়ে তবেই দলের সঙ্গে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।