ভারতীয় দলের জার্সিতে টানা ব্যর্থতার পর, এ বার নিজের রাজ্যের হয়েও চূড়ান্ত ব্যর্থ চেতেশ্বর পূজারা। রঞ্জিতে মুম্বইয়ের বিরুদ্ধে সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে শূন্যতে আউট হলেন পূজারা। আর সৌরাষ্ট্র আলআউট হল ২২০ রানে।
আইপিএলে দল পাননি পূজারা। বাদ পড়েছেন টেস্ট দল থেকে। তার পরেও তাঁর নিজেকে প্রমাণ করার এতটুকু তাগিদ নেই। রঞ্জিতেও তাঁর সঙ্গী একরাশ হতাশা আর ব্যর্থতা। যেখানে অজিঙ্কা রাহানে রঞ্জিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে রয়েছেন, সেখানে পূজারার সে রকম কোনও উদ্যোগই চোখে পড়েনি। মুম্বইয়ের বিরুদ্ধে ৪ বল খেলে মোহিত অবস্তির বলে এলবিডব্লু হন পূজারা।
অজিঙ্কা রাহানেকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। নিঃসন্দেহে রাহানের এটা একটা বড় মোটিভেশন। যদিও রাহানেও টেস্ট দল থেকে বাদ পড়েছেন। তবু লড়াই করার চেষ্টা করছেন তিনি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১২৯ রানের দুরন্ত একটি ইনিংসও খেলেছেন। এ ছাড়া মুম্বইয়ের সরফররাজ খান করেছেন ২৭৫ রান। এই দুই ব্যাটসম্যানের হাত ধরেই মুম্বই রানের পাহাড় গড়ে। ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রানে তারা ইনিংসের সমাপ্তি ঘোষণা করে।
জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র শুরু থেকেই নড়বড় করছিল। দলের ৬২ রানে যখন ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সৌরাষ্ট্র, সেই সময়ে দলের হাল ধরা তো দূরের কথা, শূন্য করে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। ২২০ রানে অল আউট হয়ে যায় সৌরাষ্ট্র। মুম্বইয়ের মোহিত অবস্তি এবং শামস মুলানি ৪টি করে উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ডাক পেলেন না পূজারা। রাহানে অবশ্য সেঞ্চুরি করার পরেও বাদ পড়েছেন টেস্ট দল থেকে। প্রসঙ্গত শনিবারই ঘোষণা করা হয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি এবং টেস্ট দল।