ম্যাচ চলাকালীন আরও একজন কাবাডি খেলোয়াড়ের মারা যাওয়ায় খবর পাওয়া গিয়েছে। ছত্তিশগড়ের ‘ছত্তিসগড়িয়া অলিম্পিক’ খেলার মাঠটি মৃত্যুক্ষেত্রে পরিণত হচ্ছে। ছত্তিশগড়িয়া অলিম্পিক্স ম্যাচে আহত কাবাডি খেলোয়াড় সামরু কেরকেটা এক মাস হাসপাতালে থাকার পর বুধবার মারা যান। সামরু কেরকেটা তৃতীয় কাবাডি খেলোয়াড় যিনি এক মাসের মধ্যে টুর্নামেন্টে আঘাতের কারণে মারা গেলেন।
আরও পড়ুন… ইংল্যান্ডের পথ অনুসরণ করে T20I তে হার্দিককে নেতা চাইছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, কাবাডি খেলোয়াড় সামরু কেরকেটা স্ত্রী ও এক সন্তানকে রেখে গেছেন। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আগের দুটি মৃত্যুর মতোই সমরুর পরিবারকে ৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আমাদের জানিয়ে দেওয়া যাক যে এর আগে ১৫ অক্টোবর ‘ছত্তিশগড়িয়া অলিম্পিক’ খেলা চলাকালীন এক মহিলা কাবাডি খেলোয়াড়ের মৃত্যু হয়েছিল। একই সময়ে, ১১ অক্টোবর, রায়গড় জেলায় ‘ছত্তিশগড়িয়া অলিম্পিক’ খেলা চলাকালীন, আরও একজন কাবাডি খেলোয়াড়ের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন… নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দুরন্ত সঞ্জু, মারলেন ‘নো-লুক সিক্স’, ঘাম ঝরালো ভারত
রাজ্যে গ্রামীণ খেলাধুলার প্রচারের জন্য ছত্তিশগড়িয়া অলিম্পিকের আয়োজন করা হচ্ছে। এতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বয়সী দলের মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই ছত্তিশগড়িয়া অলিম্পিক ৬ অক্টোবর মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দ্বারা আয়োজিত হয়েছিল। যা ৬ জানুয়ারী ২০২৩ পর্যন্ত চলবে। ৪০ বছর পর্যন্ত লোকেরা এতে অংশ নিতে পারে।
সামরু কেরকেটা, একজন ২৮ বছর বয়সী কাবাডি খেলোয়াড়, ছিলেন ফরসাভার অঞ্চলের ঝুমরা গ্রামের বাসিন্দা। যেটি যশপুর জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে। ১৭ অক্টোবর, পাশের সুন্দরু গ্রামে আয়োজিত একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার সময় তিনি আহত হন। এরপর তাকে একটি অ্যাম্বুলেন্সে করে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং তারপর জেলা প্রশাসনের সহায়তায় রায়গড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার তিনি মারা যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।